Connect with us
ফুটবল

৩৯ বছর পর জার্মানির ইতালি-জয়, ফ্রান্সকে জেতাতে পারলেন না এমবাপ্পে

Germany beat Italy and France lost against Croatia
ইতালিকে হারাল জার্মানি এবং ক্রোয়েশিয়ার কাছে হারল ফ্রান্স। ছবি- সংগৃহীত

চলছে ইউরোপীয় নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের খেলা। যেখানে গতকাল রাতে দারুণ এক সাফল্য নিয়ে ঘরে ফিরেছে জার্মানি। দীর্ঘ ৩৯ বছর পর ইতালির মাটিতে জয়ের স্বাদ পেয়েছে তারা। অন্যদিকে, তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে দলে ফিরেও ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয় এড়াতে পারেনি ফ্রান্স।

ইতালির সান সিরো স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে পরাজিত করেছে জার্মানি। এদিন ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে নিজেদের জয় নিশ্চিত করে তারা। আর ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করেছে ক্রোয়েশিয়া। এতে নেশনস লিগের সেমির পথে বড় ধাক্কা খেল এমবাপ্পেরা।

প্রথমার্ধের নবম মিনিটেই ইতালির সান্দ্রো তোনালি গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন, যা জার্মান শিবিরে চাপ সৃষ্টি করে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই টিম ক্লেইনডাইনস্ট জার্মানির হয়ে গোল করে সমতা ফেরান। এরপর ৭৬ মিনিটে কর্নার থেকে আসা বলে লিয়ন গোয়েৎকা নিখুঁত ফিনিশিংয়ে জার্মানির জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে ১৯৮৬ সালের পর প্রথমবার ইতালির মাঠে ম্যাচ জিতল জার্মানি, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।

আরও পড়ুন:

» ভিনিসিয়ুসের শেষ মুহূর্তের জাদুতে ব্রাজিলের কষ্টার্জিত জয়

» পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২১ মার্চ ২৫)

অন্যদিকে, ফ্রান্সের জন্য রাতটি ছিল হতাশার। ছয় মাস পর দলে ফেরা কিলিয়ান এমবাপ্পে মাঠে নামলেও দলের হারের শঙ্কা কাটাতে পারেননি। ম্যাচের ২৬তম মিনিটে আন্তে বুদিমিরের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে ইভান পেরিসিচের গোল ব্যবধান দ্বিগুণ করে ফরাসিদের আরও চাপে ফেলে। ম্যাচের বাকি সময়ে ফ্রান্স একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি, ফলে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল তারা।

এই জয়ে দ্বিতীয় লেগের আগে ক্রোয়েশিয়া ও জার্মানি সুবিধাজনক অবস্থানে রয়েছে। ফিরতি লেগে জার্মানি ইতালিকে ডর্টমুন্ডে আতিথ্য দেবে, যেখানে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল। আর ফ্রান্স প্যারিসে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে, যেখানে ঘুরে দাঁড়ানোর জন্য এমবাপ্পেদের দুর্দান্ত কিছু করে দেখাতে হবে।

ক্রিফোস্পোর্টস/২১মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল