তিন বছরের বেশি সময় পর ক্রিকেটে ফিরছে আফগানিস্তান নারী ক্রিকেট দল। ২০২১ সালে আফগানিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে মেয়েদের সব ধরনের খেলায় নিষেধাজ্ঞা দেয়। এরপর দীর্ঘদিন খেলার সুযোগ পায়নি তারা। এবার অস্ট্রেলিয়ার মাটিতে একটি প্রদর্শনী ম্যাচ দিয়ে বাইশ গজে ফিরছেন আফগান নারীরা।
২০২১ সালে আফগানিস্তানের সরকারে পরিবর্তন আসার পর আফগানিস্তানের আইন ও শাসন কাঠামোয় অনেক পরিবর্তন আনা হয়। এরপরই নারীদের সব ধরনের খেলাধুলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন নারী ক্রিকেট দলের বেশ কয়েকজন সদস্য নিজেদের নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কায় পড়ে। পরবর্তীতে তারা দেশ থেকে পালিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় নেয়।
বর্তমানে শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে আফগান মেয়েরা। সেই শরণার্থীদের নিয়েই আফগানিস্তান নারী একাদশ নামে একটি দল গঠন করা হয়েছে এবং তাদেরকে খেলার সুযোগ করে দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আরও পড়ুন:
» আইপিএল নিলামের শর্টলিস্ট প্রকাশ, বাংলাদেশ থেকে আছেন যারা
» বাংলাদেশ বনাম মালদ্বীপ : শেষ প্রীতি ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
আগামী বছরের ৩০ জানুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে উইথআউট বর্ডার্স একাদশের মুখোমুখি হবে আফগানিস্তানের মেয়েরা। শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি বলেন, আফগানিস্তানের নারী দল অস্ট্রেলিয়ায় আসার পর থেকে তাদের প্রতি সমর্থন জানিয়েছেন ক্রিকেট অঙ্গনের অনেকেই। এই ম্যাচ দিয়ে তারই উদযাপন করা হবে।
নারীদের খেলাধুলা ও বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা হরণের কারণে আফগানিস্তানের নতুন সরকারের প্রতি ঘৃণা প্রকাশ করেছিল অস্ট্রেলিয়া। এমনকি পুরুষ দলের সঙ্গে দুটি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করেছে তারা।
অস্ট্রেলিয়ায় নারী ক্রিকেটাররা আশ্রয়ের পর অনেকে স্থানীয় ক্লাবে খেলার সুযোগ পেয়েছিলেন। এবার তিন বছরেরও বেশি সময় পর একটি দল হিসেবে খেলার সুযোগ পাচ্ছেন তারা।
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৪/বিটি