চলতি মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ছন্দে উড়ছে জিরোনা। দেখিয়ে চলেছে একের পর এক চমক। এবার ঘরের মাটিতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে কুপোকাত করে দলটি। এতে করে ঘরের মাঠে বার্সাকে লজ্জায় পুড়িয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো জিরোনা।
রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত হয় লা লিগায় বার্সেলোনা ও জিরোনার মধ্যকার ম্যাচ। এই ম্যাচে দেখা যায় ছয়টি গোল। যার অধিকাংশই করে জিরোনার ফুটবলাররা। গোল উৎসবের ম্যাচে ৪-২ ব্যবধানে বার্সেলোনাকে তাদের মাটিতেই হারায় জিরোনা।
সাম্প্রতিক পারফরমেন্সের আত্মবিশ্বাস নিয়েই এদিন মাঠে নামে জিরোনা। ম্যাচের শুরু থেকেই খেলা নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে তারা। ম্যাচে প্রথম লিড পেতেও করেনি দেরি। মাত্র ১২ মিনিটে আর্টেম ডোভবিকের গোল থেকে এগিয়ে যায় জিরোনা। বক্সের ডান প্রান্ত থেকে ভিক্টর সিভানকোভের বাড়ানো বল বার্সার ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে জালে জড়ান এই ফরওয়ার্ড।
তবে তিন মিনিট পরেই সমতায় ফিরে বার্সেলোনা। ম্যাচের ১৯ মিনিটে কর্নার থেকে হেড করে দলকে গোল সমতায় ফেরান রবার্ট লেভানদোভস্কি। ৪০ মিনিট অবশ্য একাই বল নিয়ে এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে জোরালো জোটে গোল করেন মিগুয়েল গুতিয়েরেজ। এতে করে প্রথমার্ধে ২-১ গোল ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জিরোনা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় বার্সেলোনা। তবে ম্যাচের ৮০তম মিনিটে বার্সা ডিফেন্ডারের ভুলে তৃতীয় গোল পেয়ে যায় জিরোনা। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি ভেলোরি ফার্নান্দেজ। ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে ইলকাই গুন্দোগানের গোলে ব্যবধান কমানোর চেষ্টা করে বার্সেলোনা। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ম্যাচের ৯৫ তম মিনিটে শেষ পেরেক ঠুকে দিয়ে গোলের হালি পূরণ করেন স্টুয়ানি।
জিরোনার বিপক্ষে বড় হারে লা লিগায় নিজেদের খেলা ১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে নেমে এসেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে জিরোনা।
আরও পড়ুন: বসুন্ধরা কিংসের ফাইনাল পরীক্ষা আজ, ড্র করলেই ইতিহাস
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৩/এসএফ/এজে