Connect with us
ক্রিকেট

বিসিবি থেকে ডমিঙ্গোর বিদায়ের আভাস

সাকিব ও ডমিঙ্গো। ছবি- গুগল

অল্পের জন্য ভারতের বিপক্ষে টেস্টে ইতিহাস গড়তে পারেনি বাংলাদেশ। ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েও বাজে ফিল্ডিংয়ের কারণে ঢাকা টেস্ট হারতে হয়েছে ৩ উইকেটে। এতে ২-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে ভারত।

এদিকে টি-টোয়েন্টি সংস্করণের জন্য আলাদা কোচ নিয়োগ দেওয়ার পর এবার টেস্টের জন্যও একই চিন্তা বিসিবিতে। টেস্ট দলের উন্নয়নে নতুন কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবছে বিসিবি।

রবিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আমাদের একজন কোচ প্রয়োজন, যে টেস্ট ক্রিকেটের জন্য ভালো হবে।

তিনি বলেন, ওয়ানডেতে আমরা অনেক ভালোই করছি। সেটার দিকে তা-ও নজর রাখা দরকার, কারণ বিশ্বকাপ খুবই নিকটে, ২০২৩ সালে। পাশাপাশি আমরা চাই, টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন, তারা যেন ভুমিকা রাখতে পারেন।

তবে টেস্টের জন্য কাকে নিয়োগ করা হবে তা জানাননি জালাল ইউনুস। তিনি আরো বলেন, কোচের যেন দলের ওপর ইমপ্যাক্ট থাকে, দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। আমাদের এমন কোচ দরকার। আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন।

জালাল ইউনুস বলেন, আমরা অবশ্যই চাই একটা শক্তিশালী দল। মানসম্পন্ন ক্রিকেট খেলতে হবে, তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে। যত কিছুই বলুন, ভারতের সঙ্গে জেতা কঠিন। এখানে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে জিতেছি। কিন্তু ভারত এই কন্ডিশনটা খুব ভালো জানে।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২২/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট