Connect with us
ক্রিকেট

গ্লোবাল সুপার লিগের সূচি প্রকাশ, খেলবে রংপুর রাইডার্স

Rangpur Riders will participate in GSL
গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে খেলবে রংপুর রাইডার্স। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে পূর্বে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি নামে আয়োজিত হতো এই টুর্নামেন্ট। সর্বশেষ ২০১৪ সালে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্টটি। এক দশক পর আবারো মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

এবারের আসরে অংশগ্রহণ করবে পাঁচটি দল। যেখানে বাংলাদেশ থেকে থাকছে রংপুর রাইডার্স। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল হলেও তারা খেলতে আগ্রহ না দেখানোয় সেমিফাইনাল খেলা রংপুর রাইডার্স অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে।

এছাড়া বাকী চার দল হলো- স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের হ্যাম্পশায়ার হকস। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার প্রাদেশিক দল ভিক্টোরিয়া।

আরও পড়ুন:

» সিকান্দার রাজার রাজকীয় ব্যাটিং, টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস

» এএফসি অ-১৭ : ফিলিপাইনকে হারিয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ 

আগামী ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। প্রভিডেন্স ও গায়ানার ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে।

Global Super League Schedule

গ্লোবাল সুপার লিগের সূচি। ছবি- সংগৃহীত  

আগামী ২৭ নভেম্বর মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে দলটির প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। ১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৪ ডিসেম্বর গায়ানা এবং ৫ ডিসেম্বর লাহোরের মোকাবিলা করবে রংপুর।

এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স দলকে ১ মিলিয়ন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে।

ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট