গেল রাতে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে দারুন এক এল ক্লাসিকো উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন দুই দফায় পিছিয়ে পড়েও জুড বেলিংহামের শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এতে করে জাভি হার্নান্দেজের বিপক্ষে শেষ এল ক্লাসিকোতে জয়ের হাসি হাসলো আনচেলত্তির দল।
গতকাল রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনাকে চলতি লা লিগার ফিরতি ম্যাচে আতিথেয়তা দিয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন হারের পর বড় আরেক লজ্জায় পড়তে হয়েছিল বার্সেলোনাকে। কেননা প্রায় ৮৮ বছর পর এক মৌসুমে রিয়ালের কাছে তিনবার হারতে হয়েছে কাতালানদের। তবে সব ছাপিয়ে উঠে এসেছে এই ম্যাচের গোল লাইন বিতর্ক।
ম্যাচের ২৮ মিনিটে স্কোরলাইন ১-১ সমতায় থাকা কালে লামিনে ইয়ামালের শট রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রে লুনিন যেভাবে ফিরিয়েছেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে গোললাইন প্রযুক্তি না থাকায় নিখুঁত সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয়েছে ম্যাচ রেফারিকে। অবশ্য শেষ পর্যন্ত গোল দেননি রেফারি।
সতীর্থের নেয়া কর্নার কিক আলতো ছোয়ায় গতিপথ পরিবর্তন করে জালের দিকে পাঠানোর চেষ্টা করেন লামিন ইয়ামাল। তবে প্রায় গোল লাইন অতিক্রম করার মুখে বল ঠেকিয়ে দেন লুনিন। এরপর আলোচনা শুরু হয়েছে গোললাইন প্রযুক্তির প্রয়োজনীয়তা নিয়ে। সমালোচনা হচ্ছে স্প্যানিশ লা লিগার মত টুর্নামেন্টে এমন প্রযুক্তি না থাকায়।
এদিন যদি গোললাইন প্রযুক্তি ব্যবহার হত তবে ম্যাচে বড় ধরনের বিতর্ক এড়ানোর সুযোগ ছিল। আবার সিদ্ধান্ত বার্সেলোনার পক্ষে গেলে এগিয়ে যেতে পারতো তারা। এতে শেষ পর্যন্ত ভিন্ন হতে পারতো ম্যাচের পরিস্থিতি। যদিও ম্যাচের শেষে ভাইরাল হয়েছে এমন কিছু ছবি, যা দেখলে মনে হবে বল গোললাইন অতিক্রম করেছিল।
অবশ্য ঘরের মাঠে খেলতে নেমে বার্সেলোনার কাছে শুরুতেই পিছিয়ে পড়েছিল রিয়াল। মাত্র ৬ মিনিটে রাফিনিয়ার দারুণ এক কর্নার থেকে হেডে গোল করে সফরকারীদের এগিয়ে দিয়েছিলেন আন্দ্রেয়াস ক্রিশ্চেনসেন। এর ছয় মিনিট বাদেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।
প্রথমার্ধে দুই দলই একাধিক আক্রমণ করেও পরবর্তীতে ভাঙতে পারেনি প্রতিপক্ষের রক্ষণ। দ্বিতীয় আর্ধের ৬৯ তম মিনিটে বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোল করেন ফেরমিন লোপেজ। অবশ্য এর চার মিনিট বাদেই লুকাস ভ্যাজকুয়েজের গোলে আরো একবার সমতায় ফিরে রিয়াল।
সমতার দিকে এগোতে থাকা ম্যাচে যোগ করার সময়ে দারুন এক গোল করে বার্সেলোনাকে হতাশায় ডোবাল জুড বেলিংহাম। সুপার কাপের ফাইনাল, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে কাছে হারের পর এবার লা লিগায় দুই দেখায় এল ক্লাসিকো জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে বার্সার।
এই জয়ের ফলে লা লিগায় ৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্তভাবে ধরে রেখেছে রিয়াল। সমান সংখ্যক ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে বার্সা। ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে জিরোনা।
আরও পড়ুন: কোহলির আউট নিয়ে বিতর্ক, কী বলছে নিয়ম?
ক্রিফোস্পোর্টস/২২এপ্রিল২৪/এফএএস