Connect with us
ফুটবল

বিদেশি লিগে খেলতে চান সাফজয়ী গোলরক্ষক রূপনা

brazil and Argentina
রূপনা চাকমা। ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয় বারের মত সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হয়েছেন রূপনা চাকমা। বরাবরই বাংলাদেশ নারী দলের ভরসার প্রতিক তিনি। বাংলাদেশকে দুইবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই গোলরক্ষক। ক্যারিয়ারে আরও উন্নতি করতে চান তিনি। তাইতো বাফুফে ভবনে এক সাক্ষাৎকারে বিদেশি লিগে খেলার ইচ্ছা পোষণ করেছেন রূপনা।

ফুটবলার হিসেবে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? এমন একটা প্রশ্নের জবাবে রুপনা বলেন, ‘ আমি বিদেশি লিগে খেলতে চায়। আমি চায়, দেশে নিয়মিত লিগ আয়োজনের ব্যবস্থা করা হোক। সেখানে নিজের দুর্বলতা নিয়ে বেশি বেশি কাজ করতে চায়।’

২০২২ এবং ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে টানা দুইবার সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন রুপনা। তবে তিনি প্রথমবার সেরা গোলরক্ষক হওয়াটাকে এগিয়ে রাখছেন। এ গোলরক্ষক বলেন,’ দুটি অনুভূতিই অনেক আনন্দদায়ক। তবে আমি ব্যক্তিগতভাবে দুই বছর আগের সেরা হওয়াটাকেই এগিয়ে রাখবো। কারণ, গতবার পুরো টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ফাইনালে মাত্র একটি গোল খেয়েছিলাম। এবার প্রতি ম্যাচেই গোল খেয়েছি। এমনকি সেমিতে ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জেতা ম্যাচটিতেও। এ জন্য এবার যে সেরা হব, এটা ভাবিনি।’

এবারের ফাইনালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭ হাজারেও বেশি দর্শক ছিলেন। বেশিরভাগই বাংলাদেশের বিপক্ষে। এতে ফুটবলারদের অনেক চাপ সৃষ্টি করেছিল। এ সম্পর্কে রুপনা বলেন,’ আসলে প্রতিটি ম্যাচই অনেক কঠিন ছিল। প্রতিটি ম্যাচই আমাদের সর্বোচ্চটা কষ্ট করে খেলতে হয়েছে। সাফ অঞ্চলে মেয়েদের ফুটবলে সব দলই উন্নতি করছে। আমরাও যেমন করেছি, অন্যরাও করছে। ফাইনালটা ছিল অনেক চাপের ছিল। পুরো স্টেডিয়াম আমাদের বিপক্ষে ছিল। সেই চাপ অতিক্রম করেই ভালো খেলে আমাদের জিততে হয়েছে। ভারতের সঙ্গে গ্রুপ পর্বের ম্যাচে আমরা ৩-১ গোলে জিতেছি। ওটাও একধরনের ফাইনালের মতই ছিল।’

আরও পড়ুন: এবার সাফজয়ী ফুটবলার সুমাইয়াকে সংবর্ধনা দিল নবাবগঞ্জ প্রশাসন

ক্রিফোস্পোর্টস/৪ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল