Connect with us
অন্যান্য

অল্প বয়সেই না ফেরার দেশে স্বর্ণজয়ী সাদিয়া

Gold Madel winning Shooter Sadia Sultana
৩২ বছর বয়সে না ফেরার দেশে শুটার সাদিয়া সুলতানা। ছবি- সংগৃহীত

বাংলাদেশের শুটিং জগতে একটি নক্ষত্রের পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন দক্ষিণ এশীয় (এসএ) গেমসের পদকজয়ী শুটার সৈয়দ সাদিয়া সুলতানা। আজ সোমবার (২ডিসেম্বর) চট্টগ্রামের এক বেসরকারি হাসপাতালে মারা যান শ্যুটার সাদিয়া সুলতানা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩১ বছর।

সাদিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে গণমাধ্যমকে তাঁর বাবা জানিয়েছেন , ‘আমার মেয়ে সাদিয়া আর নেই। সে দুপুর ২ টার দিকে সবাইকে ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছে। আমরা এখন হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হবো।’ জানা গেছে, মস্তিষ্ককে রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলসে দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন সাদিয়া। এছাড়া কমনওয়েলথ গেমসেও ছিল অসাধারণ সাফল্য। জিতছিলেন স্বর্ণপদকও। তবে ২০১৩ সালের বাংলাদেশ গেমসের পরে হঠাৎই শুটিং অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন স্বর্ণজয়ী সাবেক এই  শুটার।

মূলত ব্যক্তিগত কিছু কারণে বেশকিছু বছর ধরে অবসাদের মধ্যে ছিলেন সাদিয়া। এছাড়া কয়েকবছর আগে আগুনে পুড়ে গিয়ে গণমাধ্যমের নজরে আসেন। এরপর থেকেই মূলত তিনি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। ধীরে ধীরে সাবেক সতীর্থ শুটারদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। নিজেকে একেবারে একা করে ফেলেন।

এদিকে সাদিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দেশসেরা শ্যুটার আব্দুল্লাহেল বাকী এবং শাকিল আহমেদ। এসময় তাঁরা বলেন, চট্রগ্রামের শুটারদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারলাম সাদিয়া আর নাই। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে সাদিয়ার মৃত্যুর কারণ এখনও আমরা জানতে পারিনি।’

তাছাড়া সাদিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন।

ক্রিফোস্পোর্টস/২ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য