Connect with us
ক্রিকেট

মুশফিককে ঘিরে মিলল সুখবর

Mushfiqur Rahim_Fortune Barishal
মুশফিকুর রহিম। ছবি- সংগৃহীত

বিপিএলের চলতি আসরে উদ্বোধনী ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুর্বার রাজশাহীকে পরাজিত করেছে ফরচুন বরিশাল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে দেখতে হয়েছে হারের মুখ। ম্যাচ হারের এই ম্যাচে আরও একটি দুঃসংবাদ পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের দিন ইনজুরিতে পড়েছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। চোট পাওয়ার পর তৎক্ষণাৎ মাঠ ছাড়েন তিনি। এরপর আর তাঁকে মাঠে নামতে দেখা যায়নি। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়লেও মুশফিকের চোট খুব বেশি গুরুতর নয়। বরিশালের জার্সিতে পরের ম্যাচেই মাঠে নামতে পারবেন দলটির অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।

বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে দলের কাণ্ডারি হয়ে উঠতে পারেননি মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৫ রান করার পর দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে করেছেন মাত্র ১৩ রান। যদিও পরবর্তী ম্যাচগুলোতে নিজের জাত চেনাবেন মুশি এমনটাই প্রত্যাশা করছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে দলটির কর্তারাও।

আরও পড়ুন:

» রাজশাহীকে হারিয়ে ২০২৫ বিপিএলের প্রথম জয় পেল চিটাগাং

» উসমান খানের সেঞ্চুরিতে মিরপুরে বিপিএলের নতুন রেকর্ড

গতকাল রংপুরের বিপক্ষে হেরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যোগ দেন ফরচুন বরিশালের হেড কোচ মিজানুর রহমান বাবুল। এসময় তাঁকে মুশফিকের চোট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন যে মুশফিকের আগে থেকে আঙুলে চোট আছে ওখানে আবার ব্যথা পেয়েছে। তবে চোট খুব বেশি গুরুতর নয়। আলহামদুলিল্লাহ! সব ঠিক আছে। পরের ম্যাচেই মাঠে নামতে পারবে সে।’

 ২০২৫ বিপিএলের সিলেট পর্বে আগামী ৬ জানুয়ারি দুর্বার রাজশাহীর বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বরিশাল। সেখানে মুশফিককে দেখা যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বরিশাল কোচ বলেন, ‘হ্যাঁ! যাবে। মুশফিক যেহেতু ম্যাচ খেলার মতো ফিট রয়েছে সেহেতু সে খেলবে।’

সাম্প্রতিক সময়ে মুশফিক বারবার আঙুলের চোটে আক্রান্ত হচ্ছেন। ইতোমধ্যে বেশ কয়েকবার আঙুলের চোটে পড়ে কয়েকটি সিরিজ মিস করেছেন তিনি। আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ চলাকালে আঙুলে চোট পেয়ে প্রথম ম্যাচ খেলেই সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। এরপর মিস করেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজও।

ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট