ইতিহাস গড়া জয়ের পর একে একে দারুণ দারুণ সব সংবাদ পাচ্ছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডির মাঠে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে নাজমুল হাসান শান্তর দল। এতে করে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে টাইগারদের। তলানী থেকে উঠে এসেছে মধ্যম সারিতে।
গত বছর শুরু হওয়া টেস্ট চ্যাম্পিনশিপে বাংলাদেশের যাত্রাটা শুভ হয়েছিল। ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে যাত্রা করা টিম টাইগার টানা তিনটি ম্যাচ হেরে একটু ব্যর্থতার বৃত্তে ঢুকে পড়ে। তবে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে আবারও ছন্দে ফিরেছে হাথুরুসিংহের শিষ্যরা।
ঘরের মাঠে বাংলাদেশে বিরুদ্ধে দুই ম্যাচের প্রথম টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪৪৮ রান করেছিল পাকিস্তান। জবাব দিতে নেমে টাইগাররা ৫৬৫ রানে অলআউট হলে, ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট হয় বাবর-রিজওয়ানরা। এতে ৩০ রানের লক্ষ্য পায় বাংলাদেশে। জবাবে কোনো উইকেট না হারিয়েই জয়ের উল্লাসে মাতে মুশফিক-লিটনরা।
আরও পড়ুন :
» বার্সেলোনার ম্যাচসহ আজকের খেলা (২৭ মার্চ ২৪)
» নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি : এক নজরে বাংলাদেশের ম্যাচ
আর ঐতিহাসিক এ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। এক ধাপ এগিয়ে টাইগারদের অবস্থান এখন সাতে। পাকিস্তান সিরিজের আগে আট নম্বরে ছিল শান্তবাহিনী। তাদের নিচে ছিল শুধু ওয়েস্ট ইন্ডিজ। আর বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের হারে আটে নেমে গেছে পাকিস্তান।
টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৬৮ দশমিক ৫২ শতাংশ। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট। তিনে নিউজিল্যান্ড, চারে ইংল্যান্ড, পাঁচে শ্রীলঙ্কা এবং ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৪/এজে