চলমান কোপা আমেরিকায় ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচের আগে সুসংবাদ পেয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার আনহেল ডি মারিয়া। কোয়ার্টার ফাইনাল মিস করা এই উইঙ্গার সেমিফাইনালেই মাঠে ফিরছেন।
কোয়ার্টার ফাইনালের আগে পুরোপুরি ফিট না থাকায় ইকুয়েডরের বিপক্ষে খেলতে পারেননি ডি মারিয়া। তাছাড়া সেমিফাইনালেও তার খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে সব শঙ্কা কাটিয়ে সেমিফাইনালে কানাডার বিপক্ষেই মাঠে ফিরছেন এই বিশ্বকাপজয়ী ফুটবলার। তার ফেরার বিষয়টি জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
এবারের কোপায় কোনো গোলের দেখা না পেলেও একটি অ্যাসিস্ট রয়েছে ডি মারিয়ার। তিন ম্যাচের মধ্যে কানাডা ও পেরুর বিপক্ষে শুরুর একাদশে সুযোগ পেলেও চিলির বিপক্ষে কেবল ১৭ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। তবে বড় ম্যাচে দলের জন্য অনেক কার্যকরী এই ফুটবলার। তাই তাকে দলে পেয়ে কিছুটা স্বস্তিতে থাকবেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
আরও পড়ুন:
» ইউরো চ্যাম্পিয়নশিপে পিকফোর্ডের বোতলকাণ্ড, নেপথ্যে যে ঘটনা
» কোয়ার্টার ফাইনালে হেরে যা বললেন ব্রাজিল কোচ
জাতীয় দলেও সময় ফুরিয়ে এসেছে ডি মারিয়ার। চলমান কোপা আমেরিকা শেষে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন তিনি। তাই জাতীয় দলের হয়ে আর দুই ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন এই তারকা। আর্জেন্টিনা সেমিফাইনালে জিতলে ফাইনাল অথবা হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ দিয়ে আর্জেন্টিনা অধ্যায় শেষ হবে এই বিশ্বকাপজয়ী তারকার।
আগামী বুধবার (৮ জুলাই) কোপার প্রথম সেমিফাইনালে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৪/বিটি