ইংল্যান্ড বদের পর এবার বাংলাদেশের লক্ষ্য আয়ারল্যান্ড সিরিজ। শনিবার (১৮ মার্চ) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে প্রথম ওয়ানডেতে অধিনায়ক তামিম ইকবালকে পাওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। জ্বরের কারণে ডিপিএলের প্রথম রাউন্ডের ম্যাচেও খেলতে পারেননি এই ব্যাটারের। আয়ারল্যান্ডের বিপক্ষেও প্রথম ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক খেলতে পারবেন কিনা সেটা নিয়েও তৈরি হয়েছিল সংশয়।
তবে এবার বাংলাদেশ দলের জন্য সুখবর হলো, আজ অনুশীলন শেষে তামিম নিজেই খেলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন।
অপরদিকে হাথুরুসিংহের সংবাদ সম্মেলনের পর তামিমকে দেখা গেছে মাঠের পশ্চিমে ব্যাটিং করতে। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বলে অনুশীলন করছিলেন বাংলাদেশের অধিনায়ক। স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছিলেন তিনি।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানায়, প্রথম ওয়ানডেতে তামিমকে নিয়েই মাঠে নামবে টিম বাংলাদেশ। যদিও এর আগে তামিম ইকবালের বিষয়ে টাইগারদের প্রধান কোচ জানিয়েছিলেন, ফিটনেস নয়, স্বাস্থ্যজনিত ঝুঁকিতে আছেন তামিম। তবে তামিমের সবুজ সংকেতে কেটে গেছে সব শঙ্কা।
আরও পড়ুন: অনুশীলনে বলের আঘাতে হাসপাতালে মেহেদি মিরাজ
ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৩/এসএ