Connect with us
ক্রিকেট

মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়কে ঘিরে সুখবর

Mushfiq-Hridoy
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। ছবি- সংগৃহীত

জাতীয় দলের অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও আরেক নির্ভরযোগ্য ব্যাটার তাওহীদ হৃদয়কে নিয়ে মিলেছে সুখবর। ইনজুরি কাটিতে চলমান এনসিএল টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফিরছেন তারা। দুজনেই খেলবেন নিজ বিভাগ রাজশাহীর হয়ে।

চলমান এই টুর্নামেন্টে খেলতে আজই রাজশাহী শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে মুশফিকের। বিভিন্ন গণমাধ্যম সূত্রে বিষয়টি জানা গেছে। এছাড়া তাওহীদ হৃদয় আগামীকাল (১৬ ডিসেম্বর) রাজশাহী শিবিরে যোগ দেবেন।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরবর্তীতে স্ক্যান করার পর তার আঙুলে চিড় ধরা পড়ে। এতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ এবং পরবর্তীতে ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে যান এই অভিজ্ঞ ব্যাটার।

আরও পড়ুন:

» শেষ ওভারে ২৭ রান নিয়ে অবিশ্বাস্যভাবে তামিমদের হারাল বরিশাল

» প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাহিদ রানা 

মুশফিকের পরপরই চোটে পড়েন তাওহীদ হৃদয়। দেশে ফিরে লাল বলের এনসিএলের অনুশীলন শুরু করেন এই ব্যাটার। তবে অনুশীলনের এক পর্যায়ে ফুটবল খেলতে গিয়ে কুঁচকির চোটে পড়েছিলেন তিনি। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে ছিটকে যান এই এই মিডল অর্ডার ব্যাটার। সব ঠিক থাকলে মুশফিকের সঙ্গেই বাইশ গজে ফিরবেন এই তারকা।

আজ এনসিএল টি-টোয়েন্টির চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়েছে। আগামীকাল একদিন বিরতি দিয়ে ১৭ ডিসেম্বর মাঠে গড়াবে পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো। সেখানে তামিম ইকবালদের চট্টগ্রামের বিপক্ষে লড়বে মুশফিক-হৃদয়দের রাজশাহী। চলতি টুর্নামেন্টে চার ম্যাচে এক জয় নিয়ে টেবিলের ছয়ে অবস্থান করছে দলটি।

এদিকে, মুশফিক-হৃদয়ের অনুপস্থিতিতে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভুগেছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে নিজেদের পছন্দের ওয়ানডে ফরম্যাটে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে মিরাজবাহিনী। এছাড়া এই সিরিজে দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পায়নি টাইগাররা। ইনজুরির কারণে তিনিও মাঠের বাইরে ছিলেন। তবে চলমান এনসিএল টি-টোয়েন্টি দিয়ে পুনরায় বাইশ গজে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার।

আগামীকাল থেকে ক্যারিবিয়ান দ্বীপে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। শান্ত-হৃদয়দের ছাড়াই এই সিরিজে মাঠে নামবে সফরকারীরা। শান্তর অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্বে থাকবেন লিটন কুমার দাস। এছাড়া দলে রয়েছে কয়েকটি নতুন মুখ। যার সর্বশেষ সংযোজন নাহিদ রানা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই গতিময় পেসার। এছাড়া আরেক তরুণ পেসার রিপন মন্ডলও ডাক পেয়েছেন এই সিরিজে।

ক্রিফোস্পোর্টস/১৫ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট