রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান। মূলত সৌদ শাকিলের ১৪১ এবং মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ১৭১ রানে ভর করেই এই পাহাড়সম রান দাঁড় করিয়েছে বাবর আজমের দল। লক্ষ্য তাড়ায় দ্বিতীয় দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে এসেছে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের চেপে ধরে পাকিস্তানি ব্যাটাররা। প্রথম দিন ৪৪ রান যোগ করার পর আজ সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের পঞ্চম উইকেটের জুটি ভাঙে ২৪০ রান যোগ করার পর। শাকিল ১৪১ রান করে মিরাজের বলে স্টাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন।
কিন্তু দিনের শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাট চালানো রিজওয়ান ঠিকই এক প্রান্ত আগলে রাখেন। শাকিলের পর সালমান আগাও ১৯ রান করে সাকিবের বলে আউট হয়ে যান। পরে শাহিন শাহ আফ্রিদির টি-টোয়েন্টি সুলভ ২২ বলে ২৮ রান ও রিজওয়ানের ওয়ানডে সুলভ ১৭১ রানের অপরাজিত ইনিংসের পর ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ম্যান ইন গ্রিনরা।
আরও পড়ুন :
» বিসিবির নতুন সভাপতি কে এই ফারুক আহমেদ?
» সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে নেপালের চমক
বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ২৭ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ১২ রানে ও আরেক ওপেনার জাকির হাসান ১১ রানে অপরাজিত আছেন।
এদিকে প্রথম দিনে পাক ব্যাটারদের খুব একটা স্বস্তিতে থাকতে দেয়নি টাইগার পেসাররা। দলীয় ১৬ রানেই প্রথম দিন ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। তবে সায়েম আইয়ুব ৫৬ রানের ইনিংস ও শাকিল-রিজওয়ানের ৪৪ রানের অপরাজিত জুটির সুবাদে প্রথম দিন ৪ উইকেটে ১৫৮ রানে দিন শেষ করেছিল পাকিস্তান।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংক্ষিপ্ত স্কোর—
পাকিস্তান : ৪৪৮/৬ (ডি.)
বাংলাদেশ : ২৭/০ (১২)
ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৪/এমএস