সংযুক্ত আরব আমিরাতে আজ (বৃহস্পতিবার) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এই ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছে টাইগ্রেসরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছে স্কটল্যান্ড। ফলে ১৬ রানে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
এদিন শারজায় শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করেন সাথি রানী ও মুর্শিদা খাতুন। দলীয় ২৬ রানের মাথায় মুর্শিদা (১২) ফিরে গেলে সোবহানা মুস্তারির সঙ্গে দারুণ জুটি গড়েন সাথি।
সোবহানা ও সাথির জুটিতে বড় লক্ষ্যের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তবে দলীয় ৬৮ রানে ভেঙে যায় তাদের ৪২ রানের জুটি। ৩২ বলে ২৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার সাথি। তারপর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসা তাজ নেহার ১ বল খেলেই রানআউটের শিকার হয়ে ফিরে যান।
আরও পড়ুন:
» দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আরব আমিরাত
» ব্যাট উপহার পেয়ে বাংলায় কথা বললেন বিরাট কোহলি
এরপর সোবাহানা ৩৮ বলে ৩৬ রান করে ফিরে গেলে অধিনায়ক জ্যোতির ১৮ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ১১৯ রান তুলতে সক্ষম হয় টাইগ্রেসরা। স্কটল্যান্ডের পক্ষে তিনটি উইকেটে শিকার করেছেন সাসকিয়া হর্লে। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।
১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাসকিয়া হর্লেকে হারায় হারায় স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন ফাহিমা খাতুন। এরপর ছোট ছোট জুটি গড়ে এগোতে থাকে স্কটিশরা। এক প্রান্তে ওপেনার সারাহ জেনিফার ব্রাইস দাঁড়িয়ে থাকলেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি।
ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন জেনিফার। তবে জেনিফারের ৫২ বলে ৪৯ রানের ইনিংস দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তিনি ছাড়া কেবল দুই ব্যাটার দুই ব্যাটার অঙ্কের রান ছুঁইয়েছেন। কেথরিন ব্রাইস ও প্রিয়ানাজ চ্যাটার্জি সমান ১১ টি করে রান করেছেন। বাকী সবাই এক অঙ্কের ঘরেই আউট হয়েছেন।
বাংলাদেশের পক্ষে রিতু মনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া ফাহিমা, মারুফা, নাহিদা ও রাবেয়া ১টি করে উইকেটে শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/৩অক্টোবর২৪/বিটি