শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ (বৃহস্পতিবার) লঙ্কান ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে ২০ ওভারের প্রস্তুতি ম্যাচে মাঠে নামে শুভ সূচনা করেছে টাইগ্রেসরা।
নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল ২৭ রানের জয় পেয়েছে। এদিন শুরুতে ব্যাট করতে নেমে ১১৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় লঙ্কান একাদশের ইনিংস।
ম্যাচে প্রথমবার দলে ডাক পাওয়া সুলতানা খাতুন করেছেন ৩২ রান। ৬০ বল খেলে ২ চার ১ ছক্কায় করেছেন দলীয় সর্বোচ্চ এ রান। এছাড়া স্পিনার ফাহিমা খাতুন ২২ রান দিয়ে নিয়েছেন সর্বোচ্চ ৪ উইকেট।
অপরদিকে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন লিমাসা থিমেসানি। এছাড়াও ১৯ রানে অপরাজিত ছিলেন পিয়ুমি ওয়াথাসালা।
ম্যাচ সূচি:
একদিনের ম্যাচ তিনটি হবে কলম্বোতে আর টি-টোয়েন্টি সিরিজ গড়াবে এসএসসি গ্রাউন্ডে।
প্রথম ওয়ানডে: ২৯ এপ্রিল।
দ্বিতীয় ওয়ানডে: ২ মে।
শেষ ওয়ানডে: ৪ মে।
প্রথম টি-টোয়েন্টি ৯ মে।
দ্বিতীয় টি-টোয়েন্টি ১১ মে।
শেষ টি-টোয়েন্টি ১২ মে।
আরও পড়ুন: জয়ের ছন্দে ফিরেই নতুন বিতর্কে দিল্লি শিবির
ক্রিফোস্পোর্টস/২৭এপ্রিল২৩/এসএ