চেন্নাই টেস্টে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশের দুই শীর্ষ স্পিনার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। চেন্নাইয়ে দুই ইনিংস মিলিয়ে মিরাজ ৩ উইকেট নিলেও সাকিব ছিলেন উইকেটশূন্য। তবে কানপুর টেস্টে এসে নিজেদের জাত চেনালেন এই দুই তারকা। অল্পের জন্য ফাইফার মিস হলেও দুজনেই সমান ৪টি করে উইকেট শিকার করেছেন।
কানপুরে টানা তিন দিনের বৃষ্টি বাধার পর আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়েই শুরু হয় চতুর্থ দিনের খেলা। প্রথম দিন ৩৫ ওভার খেলার সুযোগ পেয়ে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিনে এসে মোট ২৩৩ রান তুলে অলআউট হয়ে যায় সফরকারীরা।
টাইগারদের ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারত। দ্রুত রান তোলার বেশ কয়েকটি রেকর্ড গড়ে তারা। মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৫ তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ভারতের এই বিধ্বংসী ইনিংসে রান রেট ছিল ৮.২২।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে ফেরার বিষয়ে যা বললেন তামিম
» হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন গ্রিজম্যান
ভারত এক প্রান্তে দ্রুত গতিতে রান তুলতে থাকলেও অপর প্রান্ত থেকে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছেন সাকিব-মিরাজরা। দুজনেই ফাইফার থেকে এক উইকেট দূরে ছিলেন।
সাকিব ১১ ওভারে ৭৮ রান দিয়ে ৪টি এবং মিরাজ ৬.৪ ওভারে ৪১ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন। এছাড়া হাসান মাহমুদ নিয়েছেন ১ উইকেট। এতে দুজনের পক্ষে ফাইফার নেয়া সম্ভব ছিল না। তবে রোহিত শর্মা ইনিংস ঘোষণা না করলে অন্তত একজনের নামের পাশে ফাইফারের দেখা মিলতে পারতো।
ক্রিফোস্পোর্টস/৩০সেপ্টেম্বর২৪/বিটি