Connect with us
ক্রিকেট

আইপিএলে দুর্দান্ত শুরু, মুস্তাফিজকে শুভকামনা জানালেন মুশফিক

মুস্তাফিজকে অভিনন্দন জানিয়েছেন মুশফিক। ছবি- সংগৃহীত

মুস্তাফিজের জন্যে স্বপ্নের মত শুরু হয়েছে আইপিএলের ১৭তম আসর। যেখানে উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে নিজের অভিষেক ম্যাচেই দারুন বোলিং করেছেন মুস্তাফিজ। আইপিএল ক্যারিয়ারে নিজের সেরা বোলিং ফিগার করার পাশাপাশি দলকে জেতাতে এদিন বিশেষ ভূমিকা রেখেছেন তিনি।

এদিন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করলেও মুস্তাফিজুর রহমানের দৃঢ়তায় গুটিয়ে যায় তাদের টপ অর্ডার। নিজের প্রথম দুই ওভারে তুলে নিয়েছেন ফাফ ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিনের উইকেট। ২৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে বাগিয়ে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

চলতি আইপিএলের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে খেলছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচেই তার এমন সাফল্যে শুভকামনা জানিয়েছেন জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম। তিনি ফেসবুকে এক পোস্ট করে লিখেন, ‘মাশাআল্লাহ ভাই, অভিনন্দন। বাকী প্রতিযোগিতার জন্য শুভকামনা।’

এর আগে অবশ্য ম্যাচ সেরা হয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছিল মুস্তাফিজুর রহমান। যেখানে তিনি বলেছিলেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। দলের জয়ে অবদান রাখাটা সবসময়ই বিশেষ মনে হয়। নিঃশর্ত ভালবাসা এবং সমর্থনের জন্য আমি সর্বদা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ!’

মুস্তাফিজ ছাড়া চেন্নাইয়ের হয়ে একমাত্র উইকেটের দেখা পেয়েছিলেন দীপক চাহার। এরপর অবশ্য আনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের দৃঢ়তায় ১৭৩ রানের লড়াই করার পুঁজি পায় বেঙ্গালুরু। তবে এই লক্ষ্য তাড়া করতে বড় ধরনের কোন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি চেন্নাইকে। ম্যাচের ১৯তম ওভারে ৬ উইকেট হাতে রেখে আসরের প্রথম জয় তুলে নেয় চেন্নাই।

আরও পড়ুন: আইপিএল : ম্যাচ সেরার পুরস্কার হাতে মুস্তাফিজের আবেগঘন বার্তা

ক্রিফোস্পোর্টস/২৩মার্চ২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট