Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ ঘিরে সবুজ সংকেত, এসিসির বৈঠক সফল

হাইব্রিড মডেলে মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ ক্রিকেট। ছবি- গুগল

অবশেষে কাটছে সংশয়। শেষ হচ্ছে দোলাচল। মাঠে গড়াচ্ছে এবারের এশিয়া কাপ। শিগগিরই সূচি ঘোষণা। এশিয়া কাপ ক্রিকেটের হাইব্রিড মডেল নিয়ে সবুজ সংকেত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান জাকা আশরাফ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি জয় শাহ’র সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠক সম্পন্ন করেছেন জাকা আশরাফ। তাদের আলোচনা সফল হয়েছে।

আগামী শুক্রবার এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা হতে পারে। এশিয়া কাপের জন্য আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত স্লট রাখা হয়েছে। শুরুতে পাকিস্তানে বসবে আসরের চারটি ম্যাচ। বাকি ম্যাচগুলো হবে শ্রীলংকায়।

জয় শাহ বলেন, এশিয়া কাপ নিয়ে কথা হয়েছে এবং এশিয়া কাপের হাইব্রিড মডেল অনুমোদন করা হয়েছে।’

এর আগে পিসিবির চেয়ারম্যান নাজাম শেঠি হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে সম্মত হন। কিন্তু জাকা আশরাফ চেয়ারম্যানের চেয়ারে বসে ওই মডেল নিয়ে আপত্তি তোলেন। এশিয়া কাপের পুরোটা পাকিস্তানে হওয়া উচিত বলে মন্তব্য করেন।

এদিকে পাকিস্তানের মাটিতে চার ম্যাচ দেখতে জয় শাহকে আমন্ত্রণ জানিয়েছেন জাকা আশরাফ। তবে জয় শাহ যে আমন্ত্রণ গ্রহণ করেননি।

আরও পড়ুন: আত্মবিশ্বাস নিয়ে আমরা টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছি: লিটন

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট