প্রো লিগকে বিশ্ব সেরাদের কাতারে নিতে ইউরোপের ফুটবল বাজারে পেট্রো ডলারের বস্তা নিয়ে বসে আছে সৌদি আরব। দেশটির সেরা পাঁচ ক্লাব ফুটবলার কিনতে একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছে।
এদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর পথ ধরে ইতোমধ্যে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা, এনগোলো কান্তে সৌদি লিগে চুক্তি করে ফেলেছেন। দুজনেই যোগ দিয়েছেন আল ইত্তিহাদে।
অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর এবার চোখ রাখছে অ্যাথলেটিকো মাদ্রিদের বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড অ্যান্তোনিও গ্রিজম্যানের দিকে। এছাড়া আল নাসরের রাডারে থাকা গ্রিজম্যান আল নাসরে আসুক রোনালদোও তাই চান। এ খবর দিয়েছেন সংবাদ মাধ্যম- ফুট মার্কেতো।
ফুট মার্কেতো জানায়, নাসর কর্তারা ইতোমধ্যে তার সঙ্গে চুক্তির বিষয়ে কথাও শুরু করে দিয়েছে। তবে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি রয়েছে গ্রিজম্যানের। সেখানে তার রিলিজ ক্লজ ২৫ মিলিয়ন ইউরো। সব কিছু ঠিকঠাক হলে সৌদি ক্লাবের কাছে এটা পানির দাম।
জানা গেছে, লা লিগার টপ ফোরে মৌসুম শেষ করা অ্যাথলেটিকোও চায় গ্রিজুকে ছেড়ে দিতে। এখন গ্রিজম্যান ইউরোপ ছেড়ে রোনালদো-বেনজেমাদের পথ ধরতে চাইলে আগামী মৌসুমে তাকে সৌদি লিগে দেখা যাবে।
আরও পড়ুন: ১২ মাসের ছুটিতে যাচ্ছেন মেসি!
ক্রিফোস্পোর্টস/২৬জুন২৩/এসএ