জার্মানিতে অনুষ্ঠিত এবারের ইউরো চ্যাম্পিয়নশীপের আসর জমে ক্ষীর হওয়ার জোগাড়! গ্রুপ পর্বেই যে পরিমাণে রোমাঞ্চকর ম্যাচ উপহার দিচ্ছে, তাতে শেষ ষোলোর ম্যাচ নিয়ে আকাঙ্ক্ষা ক্রমে বেড়েই চলেছে। এই যেমন সুইজারল্যান্ডের কাছে হারতে বসা ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে পা দিল অপরাজিত জার্মানি।
স্বাগতিক জার্মানি চলতি টুর্নামেন্টের প্রথম দল হিসেবে আগেই রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে রেখেছিল। আজকের ম্যাচটা তাই তাদের জন্য ছিল গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করা। ম্যাচের শুরু থেকেই সেই লক্ষ্যে সুইজারল্যান্ডের বিপক্ষে আক্রমণের পসরা সাজিয়ে বসে জার্মানরা। কিন্তু সুইসদের জমাট রক্ষণের সামনে বার বার ব্যর্থ হতে হচ্ছিল স্বাগতিকদের।
এমনকি খেলার ১৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে এন্ডরিচের দুর্দান্ত শটে গোলও পেয়ে যায় জার্মানি। কিন্তু তার আগেই জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালার করা ফাউলের কারণে গোলটি বাতিল হয়। উল্টো ২৮ মিনিটে এনডয়ের গোলে ১-০ গোলে এগিয়ে যায় ‘এ’ গ্রুপের দুইয়ে থাকা সুইজারল্যান্ড। ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় ৩ বারের ইউরো চ্যাম্পিয়নরা। কিন্তু আর কোন গোলের দেখা না পেয়েই প্রথমার্ধ শেষ হয়।
বিরতির পরও মুহুর্মুহু আক্রমণ চালিয়েও সুইস রক্ষণের কাছে বারবার খাবি খেতে দেখা যায় মুসিয়ালা, ভিরৎজ, হ্যাবার্টজদের। উল্টো খেলার ৮৮ মিনিটে সুইস অধিনায়ক গ্রানিত শাকার বক্সের বাইরের দুর্দান্ত এক শট ঠেকিয়ে দেন ম্যানুয়েল নয়্যার। ৯০ মিনিটের খেলা শেষেও গোলের দেখা না পেয়ে জার্মানি যখন হারের দ্বারপ্রান্তে, তখনই তাদের ত্রাণকর্তা হয়ে দেখা দেন ৭৬ মিনিটে মুসিয়ালার বদলি হিসেবে মাঠে নামা নিকলাস ফুলক্রুগ।
বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকারের অতিরিক্ত সময়ে (৯২ তম মিনিট) করা গোলের কল্যাণে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করে জার্মানি। আর এর মধ্য দিয়ে গ্রুপ পর্বের ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট তুলে নিল স্বাগতিকেরা।
জার্মানির আজকের প্রতিপক্ষ সুইজারল্যান্ডও ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দুইয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করলো। শেষ ষোলোর খেলায় জার্মানি প্রতিপক্ষ হিসেবে পাবে ‘সি’ গ্রুপের দুইয়ে থাকা দলকে যেখানে এখন পর্যন্ত ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ডেনমার্ক অবস্থান করছে আর শীর্ষে আছে ইংল্যান্ড।
ক্রিফোস্পোর্টস/২৪জুন২৪/এমএস