ব্যাটে-বলের ধুন্ধুমার লড়াইয়ে জমে উঠেছে এবারের আইপিএল আসর। প্রতিটি ম্যাচেই বড় বড় দলীয় সংগ্রহ পাচ্ছে দলগুলো। বড় বড় সংগ্রহের ভীড়ে এই আসরের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ছিল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের দখলে। রাজস্থান রয়্যালসের ১২৫ রান করেছিল মুম্বাই। তবে চলতি আসরের এই তালিকায় এবার শীর্ষে উঠে এলো গত আসরের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স।
বুধবার (১৭ এপ্রিল) আসরের ৩২তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাট মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় গুজরাট। যা চলতি আসরে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। পাশাপাশি গুজরাটের ইতিহাসেও এটা সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
গুজরাটের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮.৫ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দিল্লি। দলটির হয়ে জেক ফ্রেজার-ম্যাকগার্ক ২০, শাই হোপ ১৯, ঋষভ পন্ত ১৬ ও অভিষেক পরল ১৫ রান করেন। গুজরাটের হয়ে ২টি উইকেট শিকার করেন সন্দীপ ওয়ারিয়ার।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই অধিনায়ক শুবমান গিলকে হারায় গুজরাট। এরপর নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে দলীয় শতরান তোলার আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেছেন রশিদ খান।
দিল্লির হয়ে ৩টি উইকেট শিকার করেছেন মুকেশ কুমার। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ও ট্রিস্টান স্টাবস।
এই জয়ে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে উঠে এসেছে দিল্লি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে সাতে নেমে গেছে গুজরাট।
আরও পড়ুন: ‘চক দে ইন্ডিয়া’র কোচ রূপে বাস্তবে ধরা দিলেন শাহরুখ খান!
ক্রিফোস্পোর্টস/১৭এপ্রিল২৪/বিটি