
দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে শেষ হাসি হেসেছে গুজরাট। টেবিলের শীর্ষে থাকা লোকেশ রাহুলদের হারিয়ে শীর্ষস্থান দখল করেছেন শুবমান গিলরা। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে দলটির পয়েন্ট ১০।
শনিবার (১৯ এপ্রিল) দিল্লিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গুজরাট। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে দিল্লি। জবাবে খেলতে নেমে ১৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৪ রানেই ফিরে যান অধিনায়ক শুবমান গিল (৭)। এরপর ম্যাচের হাল ধরেন সাই সুদর্শন ও জশ বাটলার। দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ রান যোগ করেন তারা। দলীয় ৭৪ রানের মাথায় ফিরে যান এই ওপেনার। তার ব্যাট থেকে আসে ৩৬ রান।
আরও পড়ুন:
» ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ
» রানাকে নিয়ে জিম্বাবুয়ে ক্রিকেটারের খোঁচা, শান্তর কড়া জবাব
এরপর শেরফেন রাদারফোর্ডকে নিয়ে বড় জুটি গড়েন বাটলার। এই জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গুজরাট। শেষদিকে রাদারফোর্ড ফিরে গেলে রাহুল তেওয়াতিয়ার ৩ বলে ১১ রানের ক্যামিওতে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গুজরাট। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন বাটলার। ৫৪ বলে ১১ চার ও ৪ ছয়ের মারে ৯৭ রান করে অপরাজিত ছিলেন এই ইংলিশ তারকা। দিল্লির হয়ে ১টি করে উইকেট নেনে মুকেশ কুমার ও কুলদ্বীপ যাদব।
এর আগে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেলের ৩৯, আশুতোশ শর্মার ৩৭, ট্রিস্টান স্টাবসের ৩১, করুন নায়ারের ৩১, লোকেশ রাহুলের ১৮ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২০৩ রানের পুঁজি পায় দিল্লি। গুজরাটের হয়ে ৪টি উইকেট শিকার করে প্রদীশ কৃষ্ণা।
এরপর শেরফেন রাদারফোর্ডকে নিয়ে বড় জুটি গড়েন বাটলার। এই জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় গুজরাট। শেষদিকে রাদারফোর্ড ফিরে গেলে রাহুল তেওয়াতিয়ার ৩ বলে ১১ রানের ক্যামিওতে জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গুজরাট। ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন বাটলার। ৫৪ বলে ১১ চার ও ৪ ছয়ের মারে ৯৭ রান করে অপরাজিত ছিলেন এই ইংলিশ তারকা। দিল্লির হয়ে ১টি করে উইকেট নেনে মুকেশ কুমার ও কুলদ্বীপ যাদব।
এর আগে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেলের ৩৯, আশুতোশ শর্মার ৩৭, ট্রিস্টান স্টাবসের ৩১, করুন নায়ারের ৩১, লোকেশ রাহুলের ১৮ এবং অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে ২০৩ রানের পুঁজি পায় দিল্লি। গুজরাটের হয়ে ৪টি উইকেট শিকার করে প্রদীশ কৃষ্ণা।
সংক্ষিপ্ত স্কোর :
দিল্লি ক্যাপিটালস: ২০৩/৮ (২০ ওভার)
গুজরাট টাইটান্স: ২০৪/৩ (১৯.২ ওভার)
ফলাফল: গুজরাট টাইটান্স ৭ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/১৯এপ্রিল২৫/বিটি
