Connect with us
ক্রিকেট

তিন আফগান নিয়েও হেরেছে গুজরাট

IPL_Punjab Kings vs Gujrat Titans
গুজরাটকে ৩ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ছবি- সংগৃহীত

রাশিদ খান, নূর আহমদ ও আজমতুল্লাহ ওমরাজাই টি-টোয়েন্টি ক্রিকেটের ‘হট কেক’ নামেই পরিচিত৷ এ তিন আফগান বোলারকে দলে নিয়েও হেরেছে গুজরাট। ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে এক উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৯৯ রানের সংগ্রহ রক্ষা করতে পারেনি গুজরাট টাইটান্স।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) চলতি আসরে নিজেদের চতুর্থ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয় গুজরাট টাইটান্স। আহমেদাবাদে নিজেদেরর ঘরের মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে গুজরাট। জবাবে ৩ উইকেট ও ১ বল হাতে রেখে জয় তুলে নেয় পাঞ্জাব।

এদিন ঘরের মাঠে ব্যাটিংয়ে একক আধিপত্য দেখায় ওপেনিংয়ে নামা গুজরাটের অধিনায়ক শুভমান গিল৷ দলীয় ২৯ রানে আরেক ওপেনার ঋদ্ধিমান সাহাকে হারালেও আরেক প্রান্তে অনড় থাকেন গিল। এরপর সাই সুদর্শনের সাথে ৩২ বলে ৫৩ ও শেষ দিকে রাহুল তিওতিয়ার সাথে ১৪ বলে ৩৫ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহ ১৯৯ রানে নিয়ে যান শুভমান গিল৷

আরও পড়ুন :

কোহলির সেঞ্চুরি সত্ত্বেও বড় হার বেঙ্গালুরুর

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ

বাংলাদেশ নারী দলের ম্যাচসহ আজকের খেলা (৪ এপ্রিল ২৪)

২০২৪ সালের এপ্রিলে বিশ্ব ক্রিকেটের যত খেলা

আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ২৭২ রান করল কলকাতা

গুজরাটের হয়ে ৪৮ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন গিল৷ ৪টি ছয় ও ৬টি চারে ইনিংসটি সাজান গিল৷ সাই সুদর্শনের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩৩ ও শেষ দিকে মহামূল্যবান ৮ বলে ২৩ রানের ইনিংস খেলেন রাহুল তিওতিয়া৷

জবাবে উমেশ জাদবের আঘাতে দলীয় ১৩ রানেই অধিনায়ক শিখর ধাওয়ানকে হারায় পাঞ্জাব৷ দলীয় ৪৮ ও ৬৪ রানে জোড়া আঘাত হানেন গুজরাটের আফগান লেগ স্পিনার নূর আহমদ৷ ৭৪ রানে সাম কারানকে আউট করে পাঞ্জাব শিবিরে আবারও আঘাত হানেন আরেক আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই৷

দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারানো পাঞ্জাব শেষদিকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটিং দৃঢ়তায় জয় ছিনিয়ে নেয়। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং৷ আশুতোষ শর্মার ব্যাট থেকে আসে ১৭ বলের ৩১৷

গুজরাটের হয়ে এদিন বেশ খরুচে ছিলেন রাশিদ খান৷ ৪ ওভার হাত ঘুরিয়ে ৪০ রান খরচায় নেন ১ উইকেট। দলটির দুই পেসার উমেশ জাদব ৩ ওভারে ৩৫ রান খরচায় ১ উইকেট ও মোহিত শর্মা ৪ ওভারে ৩৮ রান দিয়ে নেন ১ উইকেট৷

সংক্ষিপ্ত স্কোর:

গুজরাট টাইটান্স: ১৯৯/৪ (২০ ওভার)

পাঞ্জাব কিংস: ২০০/৭ (১৯.৫ ওভার)

ফলাফল: পাঞ্জাব কিংস ৩ উইকেটে জয়ী

আরও পড়ুন:

মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত? 

সাদা পোশাকে টানা হারের খেসারত দিল বাংলাদেশ

হ্যাটট্রিক ঝড়ে উড়তে থাকা রোনালদোর আবেগঘন বার্তা

চট্টগ্রাম টেস্টের শেষ দিনসহ আজকের খেলা (৩ এপ্রিল ২৪)

আইসিসি থেকে সুখবর পেলেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলছেন না স্টোকস

ক্রিফোস্পোর্টস/৫এপ্রিল২৪/টিএইচ/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট