Connect with us
ক্রিকেট

মাকে হাসপাতালে রেখে আইপিএল খেলতে গেলেন গুরবাজ

Gurbaj IPL
মাকে হাসপাতালে রেখে আইপিএল খেলতে গেলেন গুরবাজ

আইপিএলের গতকালের ম্যাচে কলকাতার হয়ে খেলেন আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ। এই ক্রিকেটারের মা খুবই অসুস্থ এবং এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দলের কথা ভেবে মাকে রেখে ভারতে চলে আসেন গুরবাজ।

আইপিএলে চলতি আসরে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দারাবাদ। হায়দারাবাদকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে কলকাতা।

আইপিএলের মাঝপথে মায়ের অসুস্থতার খবর পেয়ে ভারত ছেড়ে চলে যান এই উইকেটরক্ষক ব্যাটার। ভারতে ফিরে আসার তেমন কোনো সম্ভাবনা ছিল না তার। ফিল সল্ট ইংল্যান্ডে চলে গেলে কেকেআরের ওপেনিং পজিশন শূন্য হয়ে যাই। ফলে দলের কথা ভেবে মাকে রেখে কলকাতা শিবিরে যোগ দেন গুরবাজ।

ম্যাচ জিতে ডানহাতি এই ব্যাটার বলেন, ‘এখনও হাসপাতালে আমার মা। আমি মায়ের সাথে প্রতিদিন কথা বলি। আমি জানি সল্ট চলে যাওয়াতে কেকেআর পরিবারে দরকার ছিল আমাকে। তার জনই আমি ভারতে ফিরে আসি। দারুণ লাগছে দলের সাথে থাকতে পেরে। আমার জন্য মা-ও অনেক খুশি।’

সেই ম্যাচে ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলেন কলকাতার এই ওপেনার। ৮ উইকেটে হায়দারাবাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কলকাতা। আগামী ২৬ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়লাভকারী দলের সাথে ফাইনালে মুখোমুখি হবে গুরবাজরা।

আরও পড়ুন: আইপিএল ফেরত মুস্তাফিজের খরচ নিয়ে ভাবছেন না শান্ত

ক্রিফোস্পোর্টস/২২মে২৪/এইচএ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট