Connect with us
ক্রিকেট

এক যুগ পর টেস্ট প্রত্যাবর্তনের দিনে ১৭ উইকেট দেখল গায়ানা

উইন্ডিজ ও প্রোটিয়া দ্বিতীয় টেস্ট। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি গতকাল মাঠে গড়িয়েছে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে এই টেস্ট ম্যাচ। ২০১১ সালের পর এই মাঠে দেখা যায়নি লাল বলের টেস্ট ক্রিকেট। প্রায় এক যুগেরও বেশি সময় বা ১৩ বছর ৩ মাস পর গায়ানায় অনুষ্ঠিত হয়েছে টেস্ট ম্যাচ।

গায়ানার মাঠে প্রায় এক যুগ পর টেস্ট প্রত্যাবর্তনের দিনে দেখা গেল ১৭ উইকেটের পতন। প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ ব্যাটারদের জন্য হয়ে উঠেছিল রীতিমত বদ্ধভূমি। এদিন পেসাররাই পকেটে পুড়েছে ১৫ উইকেট। যার মধ্যে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন গায়ানার সন্তান শামার জোসেফ। প্রথম দিনের খেলা শেষে ৬৩ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। জোসেফের বোলিং তোপে মাত্র ৯৭ রানের ৯ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। তবে দশম উইকেট জুটিতে ডেন পিয়েড ও নান্দ্রে বার্গারের কল্যাণে ১৬০ রানের সংগ্রহ স্কোরবোর্ডে তুলতে পারে সফরকারীরা। পিয়েড অপরাজিত ছিলেন ৩৮ রানে এবং বার্গার আউট হওয়ার আগে করেন ২৩ রান।

জবাব দিতে নেমে একই রকম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষ পর্যন্ত ৯৭ রানে ৭ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। উইকেটে এখন পর্যন্ত অপরাজিত আছেন জেসন হোল্ডার। তার ব্যাগ থেকে এসেছে দলের সর্বোচ্চ ৩৩ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছিলেন কেসি কার্টি। গুদাকেশ মতি আউট হয়েছেন ১১ রান করে।

দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় ফের মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। যেখানে শেষ ৩ উইকেট হাতে রেখে সফরকারীদের সঙ্গে রানের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করবে উইন্ডিজ। এর আগে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ দুদলের মধ্যে হয়েছিল ড্র। তবে প্রথম দিনের খেলা দেখে বোঝা যাচ্ছে এই ম্যাচের ফলাফল হবে জয় অথবা পরাজয়।

আরও পড়ুন: সমালোচনা পাশ কাটিয়ে অনুশীলনে সাকিব, দলকে রাখছেন চাঙা

ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট