গোল মেশিন খ্যাত আর্লিং হলান্ডকে নিয়ে আলোচনা কম হয় না ফুটবল বিশ্বে। তবে আজকাল অনেকে বলেন ধার কমেছে তার পায়ের। অবশ্য এমন কথায় কান দেন না তিনি। এমনকি তার ক্লাব ম্যানচেস্টার সিটিও বেশ ভালো ভাবেই আস্থা রাখছে এই নরওয়েজিয়ান তারকার ওপর। আর তাই নতুন করে হলান্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানসিটি।
২০২২ সালে প্রথমবার ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় হলান্ডের। নিজের প্রথম ম্যাচেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে আগমনী বার্তা দেন এই তারকা ফুটবলার। ২০২৭ সাল পর্যন্ত দলটির সঙ্গে ছিল তার চুক্তির মেয়াদ। এবার তা শেষ হওয়ার আগেই হয়ে গেল নতুন চুক্তি। আরও ৭ বছর মেয়াদ বাড়িয়ে আগামী ২০৩৪ সাল পর্যন্ত হলান্ডকে নিজেদের ডেরায় রেখে সিটিজেন্সরা।
দীর্ঘ এক যুগের চুক্তি করতে পেরে উচ্ছ্বসিত হাল্যান্ড নিজেও। তিনি জানান, ‘নতুন করে চুক্তি বাস্তবায়ন করতে পেরে আমি বেশ খুশি। দুর্দান্ত এই ক্লাবের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য মুখিয়ে আছি। ম্যানচেস্টার সিটি একটি বিশেষ ক্লাব। এখানে সবাই চমৎকার এবং দারুণ সমর্থক গোষ্ঠী আছে তাদের। এখানের পরিবেশটাই এমন যে সবার ভেতর থেকে ভালো খেলা বের করে আনতে সহায়তা করে।’
আরও পড়ুন:
» ম্যাচ হেরে বিদেশি ক্রিকেটারদের নিয়ে হতাশ সিলেট অধিনায়ক
» খো খো বিশ্বকাপের কোয়ার্টারে হেরে বাংলাদেশের বিদায়
কোচিং স্টাফ এবং সতীর্থদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘পেপ গার্দিওল, তার কোচিং স্টাফ, আমার সতীর্থ এবং ক্লাবের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমি। কারণ গত কয়েক বছরে তারা আমায় অনেক সাহায্য করেছে। তারা এটিকে এত বিশেষ জায়গা করে তুলেছেন যে এখন যাই হোক না কেন আমিও সিটির অংশ।’
হাল্যান্ডের চুক্তি নিয়ে গার্দিওয়ালা বলেন, ‘এটা আমাদের সবার জন্য অসাধারণ একটি সংবাদ, ক্লাবের জন্যও। একজন খেলোয়াড় এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সিদ্ধান্ত নিয়েছে যা সে আগে কখনো করেনি, কারণ দেখাতে চায় সে এখানে থাকতে কতটা মরিয়া। আমরাও তার মতো একজন প্রতিভাবান ফুটবলার ধরে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত।’
দলে হলান্ড অবিশ্বাস্য প্রভাব রেখেছেন উল্লেখ করে ম্যানসিটির ডিরেক্টর বেজিরিস্টাইন বলেন, ‘তার অসাধারণ প্রাকৃতিক ট্যালেন্ট এবং ক্ষমতার পাশাপাশি, হলান্ডের নিষ্ঠা, পেশাদারিত্ব, নম্রতা এবং আরও ভালো হওয়ার আকাঙ্ক্ষা আছে। ম্যানচেস্টার সিটিতে আমরা সকলেই যা অর্জন করার চেষ্টা করি।’
ক্রিফোস্পোর্টস/১৮জানুয়ারি২৫/এফএএস