জমে উঠেছে প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াই। তিনদিন আগেই ম্যানচেস্টার সিটিকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছিল আর্সেনাল। এবার আর্সেনালকে টপকে আগের অবস্থানে ফিরে এসেছে সিটিজেনসরা।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে প্রিমিয়ার লিগের ২৫তম রাউন্ডের ম্যাচে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। দলের হয়ের একমাত্র গোলটি করেছেন আর্লিং হলান্ড।
ইতিহাদে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে সিটি। তবে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে জড়াতে ব্যর্থ হয় স্বাগতিকেরা। বিরতির আগে একাধিক আক্রমণ করেও কোনো গোলের দেখা পায়নি আলভারেজ-হলান্ডরা।
বিরতি থেকে ফিরে আবারো আক্রমণে যায় সিটি। তবে চেলসির বিপক্ষে একাধিক আক্রমণ করেও গোল না পাওয়া হলান্ড এবার আর ভুল করেননি। ম্যাচের ৭১ তম মিনিটে প্রতি-আক্রমণে মাঝমাঠ থেকে বল নিয়ে ডি-বক্সের বাইরে থেকে শট করে বল জালে পাঠান হলান্ড। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত স্বস্তির জয় পায় সিটি।
২৫ তম রাউন্ড শেষে জমে উঠেছে শিরোপার লড়াই। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে দুইয়ে উঠে আসা সিটির পয়েন্ট ৫৬ এবং তিনে নেমে যাওয়া আর্সেনালের পয়েন্ট ৫৫।
এদিন নতুন এক রেকর্ড গড়েছেন হলান্ড। প্রিমিয়ার লিগে যতগুলো দলের মুখোমুখি হয়েছেন, সবগুলো দলের বিপক্ষেই গোল পেয়েছেন হলান্ড। প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে এ কীর্তি গড়ছেন এই নরওয়েজিয়ান তারকা। এর আগে এ কীর্তি গড়েছেন সাবেক টটেনহাম তারকা হ্যারি কেন। প্রিমিয়ার লিগে ৩২ টি দলের বিপক্ষে খেলে সকল প্রতিপক্ষের জালেই বল পাঠিয়েছেন এই ইংলিশ তারকা।
আরও পড়ুন: ৭ গোলের ম্যাচে মেক্সিকোকে কাঁদিয়ে গ্রুপসেরা ব্রাজিল
ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৪/এমটি