সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে। এই গুঞ্জনের মধ্যেও আফগানিস্তানের বিপক্ষে শান্তকেই অধিনায়ক করে দল ঘোষণা করেছে বিসিবি। তবে ধারণা করা হচ্ছে এই আফগানিস্তান সিরিজই শান্তর অধিনায়কত্বের শেষ সিরিজ। সুতরাং পরবর্তী অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চলছে রীতিমতো তুমুল আলোচনা।যেখানে অধিনায়ক হওয়ার প্রশ্নে এগিয়ে আছেন তাসকিন আহমেদও।
বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে আছেন সাংবাদিকদের এমন প্রশ্নে গতকাল (শুক্রবার) হাবিবুল বাশার বলেন, ‘আমরা অনেককেই অধিনায়ক হওয়ার তালিকায় রাখি যাঁরা অধিনায়ক হওয়ার মতো যোগ্য। কিন্তু অধিনায়ক হওয়ার পর বোঝা যায় সে কতটা চাপ নিতে পারে বা দায়িত্ব পালন করতে পারে। অনেক সময় অনেককে মনে হয় যে সে দায়িত্ব পালনে ব্যর্থ হবে বা সে দায়িত্ব পালনে যোগ্য না কিন্তু দেখা যায় দায়িত্ব পাওয়ার পর সে অনেক গোছানোভাবে দায়িত্ব পালন করছে।’
তাসকিন অধিনায়ক হিসেবে বিবেচনায় আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেন, ‘তাসকিন অনেক ধরে ক্রিকেট খেলছে। সে একজন সিনিয়র ক্রিকেটের। আমি মনে করি সে দায়িত্ব পেলে ভালো করবে। মূলত তাসকিনকে নিয়ে সমস্যা হলো অধিকাংশ সময়ই তাঁকে ইনজুরির সাথে লড়াই করতে হয়। কিন্তু সেটা বিষয় না কারণ প্যাট কামিন্সও অধিনায়কত্ব করছেন।’
শান্তকে অধিনায়ক হিসেবে রাখা হবে কি না সে বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি বিসিবি। তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুতই শান্তর বিকল্প অধিনায়ক ঠিক করা হবে। এবিষয়ে বাশার বলেন, দল হিসেবে আমরা মোটেও ধারাবাহিক না। তবে আমাদের অন্তত অধিনায়কের বিষয়ে ধারাবাহিকতা আনা প্রয়োজন। যাকে অধিনায়ক করা হবে তাঁকে যেন লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়। যাতে সে ধারাবাহিকতা আনতে পারে অধিনায়কত্বে। আনার নতুন অধিনায়ক কাকে করা হবে সে বিষয়ে সিদ্ধান্তটা দ্রুতই নেওয়া উচিত বলে মনে করি।’
উল্লেখ্য এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্তর ডেপুটি হিসেবে সহ অধিনায়কের দায়িত্ব পান তাসকিন আহমেদ। যদিও কোনো ম্যাচে নেতৃত্ব দেওয়া হয় নি তাঁর। তবে ২০২৪ বিপিএলে ঢাকাকে কয়েকটি ম্যাচে নেতৃত্ব দেন তাসকিন আহমেদ।
আরো পড়ুন : আরব আমিরাতকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/০২নভেম্বর২৪/এসআর