Connect with us
ক্রিকেট

পাকিস্তানের তিন তারকাকে বাদ দিতে বললেন হাফিজ

Pakistani Peacer
পাকিস্তানের তিন পেসারকে বাদ দেওয়ার দাবি হাফিজের। ছবি- সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর ঘরের মাটিতে আইসিসি টুর্নামেন্ট খেলার সুযোগ পেয়েছে পাকিস্তান। তবে এতদিনের অপেক্ষাকে উৎসবে রূপ দিতে ব্যর্থ হয়েছে স্বাগতিকরা। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে আগেভাগেই বিদায়ের পথে দলটি।

গ্রুপ পর্বে প্রথমে নিউজিল্যান্ড এবং সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা দেখাতে পারলেও ভারতের কাছে পাত্তাই পায়নি মোহাম্মদ রিজওয়ানের দল। দলের এমন বিপর্যয়ে বেশ চটেছেন দেশটির সাবেক তারকা মোহাম্মদ হাফিজ। এই হারের পেছনে পেস ত্রয়ীকে দায়ী করছেন তিনি। এমনকি তাদেরকে বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়ার দাবিও তুলেছেন এই সাবেক।

গত কয়েক বছর ধরে পাকিস্তানের পেস বিভাগকে নেতৃত্ব দিয়ে আসছেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ ত্রয়ী। তবে তাদের হাত ধরে এখনো কোনো টুর্নামেন্টে সফলতার দেখা পায়নি পাকিস্তান। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিসহ সর্বশেষ ৪ টুর্নামেন্টেই হতাশ করেছেন তারা। যে কারণে হাফিজ মনে করেন, পাকিস্তানকে বড় টুর্নামেন্টে জেতানোর সক্ষমতা নেই এই ত্রয়ীর।

আরও পড়ুন:

» শান্তর ব্যাটে ফিফটি, আজ ব্যর্থ হৃদয়, পারলেন না রিয়াদও

» সেমিতে এক পা দিয়ে রাখল ভারত, ছিটকে যাবে পাকিস্তান! 

পাকিস্তানের একটি টকশোতে হাফিজ বলেন, ‘২০২৩ এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ শাহিন-নাসিম-হারিস পেস ত্রয়ী । তারা অনেক প্রতিভাবান, তবে আপনাকে স্বীকার করতেই হবে পাকিস্তানকে বড় টুর্নামেন্টে জেতানোর মতো দক্ষতা তাদের নেই।’

এই পেস ত্রয়ীর পরিবর্তে দলে নতুন পেসারদের দেখতে চান হাফিজ। বেশ কয়েকজন উদীয়মান পেসার আছেন যারা দলে সুযোগ পাওয়ার যোগ্য বলে মনে করেন এই সাবেক,‘চলুন এই পেস ত্রয়ী থেকে বের হয়ে আসি। তাদের জায়গায় মোহাম্মদ আলি, খুররম শেহজাদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আকিফ জাভেদ ও মির হামজাদের সুযোগ দেওয়া প্রয়োজন। এসব অনেকদিন ধরে সুযোগের অপেক্ষায় আছে। তাদেরও সুযোগটা প্রাপ্য।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৬৮ রান খরচ করেও কোনো উইকেটের দেখা পাননি শাহীন শাহ। অন্যদিকে নাসিম শাহ ১০ ওভারে ৬৩ রান দিয়ে ২টি এবং হারিস রউফ ৮৩ রান দিয়ে ২ উইকেট নেন। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ২ উইকেট পেলো ৮ ওভারে ৭৪ রান দিয়েছেন শাহীন। অন্যদিকে হারিস ৭ ওভারে ৫২ এবং নাসিম ৮ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

ক্রিফোস্পোর্টস/২২ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট