Connect with us
ফুটবল

বছরের শেষ ম্যাচের আগে আর্জেন্টিনা দলে হাফ ডজন ইনজুরি

Argentina team with messi
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি- সংগ্রহীত

চলতি নভেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। যেখানে এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে আলবিসিলেস্তেরা। আর সেখানে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হারের ধাক্কা খায় মেসির দল। তাই পেরুর বিপক্ষেও চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া নিজেদের শেষ ম্যাচ আর্জেন্টিনার জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এমনিতেই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার জন্য। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জয়ের দেখা পায়নি মেসির দল। এবার তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামী বুধবার ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে তার আগে দলটির শিবিরে রয়েছে ৬ চোটের হানা।

পেরুর বিপক্ষে মাঠে নামার আগে শেষ অনুশীলন শেষে আর্জেন্টিনার গণমাধ্যম জানাচ্ছে তাদের চোট আক্রান্ত ফুটবলদের কথা। যেখানে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস টালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, জের্মান পেৎজেল্লা ও নিকোলাস গঞ্জালেস।

আরও পড়ুন:

» একমাসের জন্য বড় দুঃসংবাদ পেলেন কিউই পেসার, কেন?

» সাকিবকে যে কারণে সেরা অধিনায়ক বললেন ইমরুল

তাদের মধ্যে ক্রিশ্চিয়ান রোমেরো ডানপায়ের বুড়ো আঙুলে আঘাতের কারণে আছেন দলের বাইরে। নাহুয়েল মলিনাহডান উরুর মাংশপেশির অস্বস্তিতে ভুগছেন। নিকোলাস টালিয়াফিকো প্যারাগুয়ে ম্যাচে কাঁধে আঘাত পেয়েছেন। লিসান্দ্রো মার্টিনেজ লেস্টার সিটির বিপক্ষে খেলার সময় পড়েন ইনজুরি।

এছাড়া জের্মান পেৎজেল্লাও মাংসপেশির অসুস্থতায় আছেন দলের বাইরে। আর নিকোলাস গঞ্জালেস পড়েছেন ডান পায়ের হাড়ের ইনজুরিতে। এই ছয় ফুটবলারের মধ্যে তিন জন ইতোমধ্যে ছিটকে গেছেন স্কোয়াডের বাইরে। তাই দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা না থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় বছরের শেষ এবং নিজেদের দ্বাদশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ঘরের মাঠে নামবে আর্জেন্টিনা।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল