অবশেষে গুঞ্জন সত্যি হতে চলছে? বাংলাদেশের জার্সিতে খেলবেন হামজা চৌধুরী? সব প্রশ্নের উত্তর মিলবে শীঘ্রই। কেননা হামজাকে বাংলাদেশ দলে পেতে কাজ শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। সব কার্যক্রম সঠিকভাবে এগোলে আগামী সেপ্টেম্বরেই লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারকে।
আগামী সেপ্টেম্বরে হামজাকে পাওয়ার লক্ষ্য নিয়েই কাজ করছে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে লক্ষ্য করেই আমরা কাজ করছি। আশা করছি, সেই উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা।’
বাংলাদেশের হয়ে খেলতে এদেশের পাসপোর্ট প্রয়োজন হামজার। তবে সম্প্রতি পাসপোর্ট বানাতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি ও তার পরিবার। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি হাইকমিশনে গিয়েও পাসপোর্ট বানাতে পারেননি। তবে এই বিষয়টি দেখভাল করছে বাফুফে।
এ প্রসঙ্গে ইমরান হোসেন বলেন, ‘হামজার পরিবার যখন দূতাবাসে গেলে তাদের যথাসম্ভব সহযোগিতা করা হবে। আমরাও তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। কাগজ নিয়ে কোনো সমস্যা নেই। তিনি যেন দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমরা সেই ব্যবস্থা করেছি।’
জামাল ভূঁইয়া-তারিক কাজীদের বাংলাদেশে আনার ক্ষেত্রে বাফুফের যে অভিজ্ঞতা রয়েছে, সেটা কাজে লাগিয়েই হামজাকে বাংলাদেশে আনতে কাজ করছে তারা, ‘এর আগে আমরা জামাল, তারিক কাজী, এলিটাকে নিয়ে কাজ করেছি। পাসপোর্ট হওয়ার পরের পদক্ষেপ নিয়েও আমরা কাজ শুরু করে দিয়েছি। হামজার ক্ষেত্রে সুবিধা হচ্ছে তার মা বাংলাদেশি। ফলে তার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। বাংলাদেশের পাসপোর্ট পেলে তার দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।’
আরও পড়ুন: মুস্তাফিজ কীভাবে ‘ফিজ’ নাম পেয়েছেন, জানালেন নিজেই
ক্রিফোস্পোর্টস/১৯মে২৪/বিটি