Connect with us
ফুটবল

বাংলাদেশের হয়ে খেলবেন প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী?

Hamza Choudhury
হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন? বিভিন্ন সময়ে ওঠা এমন গুঞ্জনের পালে বর্তমানে সবচেয়ে বেশি জোর হাওয়া লেগেছে। বাংলাদেশি বংশোদ্ভূত  লেস্টার সিটির এই ফুটবলারকে লাল সবুজের জার্সিতে দেখার সম্ভাবনা আরও জোরালো হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের ইতিবাচক সাড়ায়। 

গণমাধ্যমকে কাজী নাবিল বলেন, ‘হামজার সঙ্গে আমাদের এই বিষয়ে কথা চলমান রয়েছে। বাংলাদেশের হয়ে সে খেলার ব্যাপারে আগ্রহী। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তাকে আমরা বাংলাদেশের জার্সিতে মাঠে দেখতে পারবো।’

আগামী মাসে ফিফা বিশ্বকাপ বাছাই এবং এশিয়া কাপ বাছাইয়ের গ্রুপ পর্বের একাধিক ম্যাচ রয়েছে জামাল ভূঁইয়াদের। মার্চের ২১ তারিখ অ্যাওয়ে ও ২৭ তারিখ হোম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেখানে হামজার খেলার কোন সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তার খেলার সম্ভাবনাকে উড়িয়ে দেননি এই বাফুফে কর্তা।

বাংলাদেশি বংশোদ্ভূত  ২৬ বছর বয়সী এই ফুটবলারের স্বপ্ন ছিল ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলা। তিনি ২০১৮ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৮ দলের হয়েও খেলেছেন। কিন্তু ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পাওয়ায় লাল-সবুজের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। এবার তাই হামজাকে দলে ভেড়াতে উঠে পরে লেগেছে বাফুফে।

আরও পড়ুন: দৃষ্টিকটু উদযাপন: সৌদিতে রোনালদোকে ঘিরে সমালোচনা 

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৪/এমএস/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল