হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মাঝে এক পরিচিত নাম। বাংলাদেশী বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার বর্তমানে খেলছেন প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটির হয়ে। সাম্প্রতিক সময়ে লাল-সবুজ জার্সিতে খেলার আশা জানিয়ে আলোচনায় উঠে এসেছেন। এবার জানালেন ফুটবলের মত বাংলাদেশের ক্রিকেটকেও হৃদয়ে ধারণ করেন তিনি।
বর্তমানে গোটা ক্রিকেট দুনিয়ার নজর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। যেখানে সুপার এইটে ওঠার লড়াইয়ে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেট প্রেমীদের মত টাইগারদের এই ম্যাচটি উপভোগ করেছেন ইংল্যান্ডে বসবাসরত এই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী।
গতকাল বিশ্বকাপে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে নিজে অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি স্টোরি শেয়ার দেন হামজা। যেখানে মূলত টিভিতে বাংলাদেশের ম্যাচ উপভোগ করার বিষয়টিকে তুলে ধরেছেন এই বাংলাদেশী বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার। এতে করে আরও একবার দেশের প্রতি নিজের ভালো লাগার কথা জানান দিলেন তিনি।
জানা গেছে ইতোমধ্যে বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীকে খেলানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মাঝে ব্রিটিশ হাইকমিশনে বাংলাদেশের পাসপোর্টের জন্যে আবেদন করেছেন হামজা। আশা করা যাচ্ছে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই লাল-সবুজ জার্সিতে মাঠে দেখা যাবে এই ফুটবলারকে।
এর আগে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে হামজা তার বাবাকে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটও কিনে দিয়েছিলেন। মূলত তার বাবা ক্রিকেট খুব পছন্দ করেন। আর তাই বাবা দিবসের উপহার হিসেবে হামজা তার বাবাকে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের টিকেট উপহার দিয়েছিলেন। আর তখনই প্রথমবারের মতো দেশের মিডিয়ায় আলোচনায় আসেন তিনি।
আরও পড়ুন:
সুপার এইটে গেলে যেসকল কঠিন প্রতিপক্ষ পাবে বাংলাদেশ
ইউরো ২০২৪ : এক নজরে পূর্ণাঙ্গ সময়সূচি
ক্রিফোস্পোর্টস/১৪জুন২৪/এফএএস