দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারকে নিয়ে সুখবরটা এসেছিল একমাস আগেই। তবে অপেক্ষা ছিল লাল-সবুজের জার্সিতে অভিষেকের। তবে মার্চের আগে বাংলাদেশের কোনো ম্যাচ না থাকায় এই লেস্টার সিটির তারকার জন্য আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে।
আগামী মার্চে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে হামজার। এবার হামজা নিজেও জানালেন একই কথা। আগামী মার্চেই বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই তারকা।
সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’-কে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা জানান হাওমজা। এসময় তিনি সিলেটি ভাষায় বলেন, ‘জি জি জি, মার্চে ইনশাল্লাহ ফার্স্ট গেম। আমি গিয়া সব স্কোয়াডরে মিট করমু। অ্যান্ড ইনশাল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব।’
আরও পড়ুন:
» বিসিবির দুই বড় দায়িত্ব পেলেন নাজমুল আবেদীন ফাহিম
» দুইবারের চ্যাম্পিয়নকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি কিস
এর আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ হলেও কখনো মূল দলে খেলা হয়নি হামজার। যে কারণে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে বাংলাদেশের হয়ে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছেন হামজার। যে কারণে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার।
এ প্রসঙ্গে হামজা বলেন, ‘আন্তর্জাতিক ফুটবল খেলা অনেক বড় ব্যাপার। আমার সৌভাগ্য যে, বাংলাদেশ আমাকে সে সুযোগটা করে দিয়েছে। ইনশাআল্লাহ, বাংলাদেশের হয়ে আমি সফল হব।’
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সব ঠিক থাকলে আসন্ন এই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে দেখা যাবে হামজাকে।
ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/বিটি