Connect with us
ফুটবল

সেপ্টেম্বরে লাল-সবুজ জার্সিতে হামজার খেলা এখনো নিশ্চিত নয়!

Hamza Choudhury
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। ছবি - সংগৃহীত

আগামী সেপ্টেম্বর মাসে ফিফা উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার জোর সম্ভাবনা ছিল বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীর। কিন্তু আসন্ন এই উইন্ডোর সময়কাল ২-১০ সেপ্টেম্বর। এছাড়া এখনো নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই আসন্ন ফিফা উইন্ডোতে লাল-সবুজ জার্সিতে হামজা চৌধুরীর মাঠে নামা না ও হতে পারে।

বাংলাদেশের হয়ে খেলতে চাইলে হামজার বাংলাদেশি পাসপোর্ট থাকতেই হবে। দুই সপ্তাহ আগে তার পাসপোর্টের কাজ প্রস্তুতও হয়েছে কিন্তু তিনি এখনো সেটা সংগ্রহ করেননি। ফলে বাফুফের পক্ষে পরবর্তী কার্যক্রমগুলোও আর শুরু করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘তার (হামজার) পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ চলমান আছে। ব্যস্ততার কারণে সে এখনো পাসপোর্ট রিসিভ করেনি। তাই এখানে আমাদেরও আর কিছু করণীয় নেই। হামজা পাসপোর্ট গ্রহণ করলে তারপর আমরা এফএ এবং ফিফার নিকট আবেদন করতে পারবো।’

আরো পড়ুন : মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রাতে মাঠে নামবে বার্সেলোনা

ইংল্যান্ডের যুব দলের হয়ে খেলা হামজাকে এখন লন্ডনস্থ হাইকমিশন থেকে তার পাসপোর্টটি সংগ্রহ করতে হবে। তারপর তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান এই মর্মে বাফুফে বরাবর একটি চিঠি দিতে হবে। এরপর বাফুফে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে হামজার জন্য অনাপত্তিপত্র চাইবে। এফএ এতে সম্মত হলে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে বাফুফে ফাইল উত্থাপন করবে। এই কমিটি এরপর লিগ্যাল বিভাগের সঙ্গে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।

তবে বাফুফের সাধারণ সম্পাদক মনে করেন, আসন্ন ফিফা উইন্ডোর আগে এই কাজ সম্পন্ন করা অনেক কঠিন হবে। তিনি জানান, ‘এতো কম সময়ে এটি করা চ্যালেঞ্জিং হবে। সেপ্টেম্বর উইন্ডোতে তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে পাওয়া সম্ভাবনাটা ক্ষীণই।’ তবে অক্টোবর ও নভেম্বর মাসে ফিফার আরও দুইটি উইন্ডো রয়েছে। জানা গেছে, সেপ্টেম্বরে খেলতে না পারলেও পরের যে কোন উইন্ডোতে হামজাকে লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে।

ফিফার অক্টোবর উইন্ডোর সময়কাল ৭-১৫ তারিখ এবং নভেম্বর উইন্ডো ১২-১৯ তারিখ। তবে আগামী মাসেই হোম ভেন্যুতে সিঙ্গাপুর, ভুটানসহ আরও কিছু দেশের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে।

ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল