Connect with us
ফুটবল

বড় জয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠলো হামজার শেফিল্ড

Hamza
অপ্রতিরোধ্য হামজা, দুর্দান্ত শেফিল্ড ইউনাইটেড

টানা ১০ দিন বাংলাদেশকে ফুটবলে মাতিয়ে আবারও নিজ ক্লাবে ফিরে গেছেন হামজা চৌধুরী। সেখানে যোগ দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে। বিরতির পর মাঠে নেমেই বড় জয় পেয়েছে হামজার দল। এতে করে ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।

শুক্রবার (২৮ মার্চ) মধ্যরাতে ঘরের মাঠ ব্র্যামাল লেনে কভেন্ট্রির মুখোমুখি হয়েছিল হামজারা। সেখানে কভেন্ট্রির জালে ৩টি গোল দিয়েছে হামজারা। নিজেদের জালে একটি গোল গেলেও জয় পেতে সমস্যা হয়নি। এতে করে আগামী প্রিমিয়ার লিগের দৌড়ে এগিয়ে গেল হামজার দল।

Hamza Return

তিন দিন আগে বাংলাদেশ ছাড়েন হামজা দেওয়ান চৌধুরী।

এই রাতের বড় জয়ে ৩৯ ম্যাচ শেষে শেফিল্ডের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৩, দুইয়ে থাকা লিডসের সংগ্রহ ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট। ২৪ দলের এই টুর্নামেন্টে প্রত্যেক দল ৪৬টি করে ম্যাচ খেলবে। শেফিল্ডের আর সাতটি ম্যাচ বাকি আছে। আগামী ৫ এপ্রিল খেলবে অক্সফোর্ড ইউনাইটেডের বিরুদ্ধে।


আরও পড়ুন:

» ‘হাজার বছরেও উন্নতি হবে না ভারতের ফুটবলে’

» পারলো না ধোনির চেন্নাই, টানা দুই জয় কোহলিদের


এই ম্যাচে গোল বরাবর ৫টি শট নিয়ে ৩টিতে গোল পেয়েছে শেফিল্ড। পুরো ম্যাচে ৮৯ মিনিট খেলেছেন হামজা। বদলী হয়ে উঠে যাওয়ার আগে মাঝমাঠ ও ডিফেন্সে ভালো ভূমিকা রেখেছেন তিনি। তার উপর বেশ ভরসা করেন কোচ ক্রিস ওয়াইল্ডার।

Shefild

পুরো ম্যাচে ৮৯ মিনিট জ্বলজ্বলে ছিলেন হামজা চৌধুরী।

এদিন শেফিল্ডের হয়ে ১৯ মিনিটে গোলের সূচনা করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গুস্তাভো হ্যামার। বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ট্র্যাইয়াস ক্যাম্পবেল। ২-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।

বিরতি থেকে ফিরে রক্ষণে মনোযোগ দেয় শেফিল্ড। তবে সুযোগ পেলে আক্রমণ করতেও ভুল করেননি তারকারা। তারই ফলে ৬২ মিনিটে আসে আরও একটি গোল। এবার সাফল্য পান ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপজয়ী তারকা রায়ান ব্রিউস্টার।

৩-০ স্কোরলাইনেই খেলা শেষ হতে যাচ্ছিল। কিন্তু শেষ বাঁশি বাজার আগে অতিরিক্ত সময়ে ৯২ মিনিটে জ্যাক রোডনি। তবে এই গোলে শুধু হারের ব্যবধানটাই কমে। এই ম্যাচ শেষে কভেন্ট্রি ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে আছে। কভেন্ট্রির কোচ সাবেক তারকা ফুটবলার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

ক্রিফোস্পোর্টস/২৯মার্চ২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল