Connect with us
ফুটবল

শেফিল্ডের হয়ে মাঠে নেমেই ম্যাচসেরা হলেন হামজা

Hamza Chowdhury in Sheffield United
শেফিল্ডের জার্সিতে হামজা চৌধুরী। ছবি- শেফিল্ড ইউনাইটেড

শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে আজ ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে গতকাল রাতে অভিষেক হয়ে গেছে হামজা দেওয়ান চৌধুরীর। নতুন ডেরায় এই বাংলাদেশি তারকা নিজের প্রথম ম্যাচ রাঙিয়েছেন জয় দিয়ে। গোটা ৯০ মিনিট মাঠে নিজের দাপট দেখিয়েছেন তিনি। দিনশেষে ম্যাচের সেরা ফুটবলারের উপাধিও পেয়ে যান হামজা চৌধুরী

গতকাল রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ডার্বি কাউন্টির বিপক্ষে মাঠে নেমেছিল শেফিল্ড ইউনাইটেড। টুর্নামেন্টে আগের ম্যাচ পরাজিত হওয়ায় আজ কিছুটা চাপেই ছিল শেফিল্ড। তবে দিন শেষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হামজার দল। যেখানে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ইউনাইটেডের মাঝ মাঠে নিজের সামর্থের প্রমাণ দিয়েছেন লাল সবুজের এক প্রতিনিধি।

ম্যাচ শেষে এদিন হামজা চৌধুরীর ছবি নিজেদের অফিসিয়াল ফেসবুক একাউন্টে পোস্ট করেছে শেফিল্ড ইউনাইটেড। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে ‘অভিষেকে প্লেয়ার অব দ্য ম্যাচ’। এদিন শেফিল্ডের হয়ে জয়সূচক একমাত্র গোল আসে মার্কিন ফুটবলার বেন ব্রেরেটনের পা থেকে। তবে ম্যাচে পারফরম্যান্স বিচারে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন মিডফিল্ডার হামজা চৌধুরী।


আরও পড়ুন:

» অ-১৯ নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচসহ আজকের খেলা (২ ফেব্রুয়ারি ২৫)

» বিপিএলে পারিশ্রমিক ও ফিক্সিং ইস্যুতে যা বললেন ক্রীড়া উপদেষ্টা


উল্লেখ্য, গেল ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শেফিল্ড ইউনাইটেড দলে যোগ দিয়েছেন এই বাংলাদেশি তারকা ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা লেস্টার সিটিকে ছেড়ে নতুন গন্তব্যে পাড়ি জমিয়েছেন তিনি। মৌসুমের বাকি সময় মিডফিল্ডার হিসেবে হামজা শেফিল্ডের হয়ে খেলবেন ধারে। আর তাকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত এই ইংলিশ ক্লাবটি।

এদিকে হামজাকে দলে যোগ করার পর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকা ফুটবলারের বন্দনায় মেতেছিল শেফিল্ড। যেখানে তাকে ‘বাংলাদেশি ব্লেড’ বলেও উল্লেখ করে দলটি। আর দলটির জার্সিতে মাঠে নামার জন্য তোর সইছে না বলে জানিয়েছিলেন হামজা। অবশেষে সেই অপেক্ষায় অবসান ঘটিয়ে মাঠেও নেমেছেন তিনি।

এছাড়া অনেকে বলছিলেন অবনতি হয়েছে হামজা চৌধুরীর। তাই ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে এখন খেলছেন ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে। যদিও তার এই সিদ্ধান্তকে শতভাগ যৌক্তিক বলে মনে করছেন বিশেষকরা। কেননা প্রিমিয়ার লিগে বেঞ্চে বসে সময় কাটানোর চেয়ে এক ধাপ নিচের দিকে নিয়মিত খেলা হামজার জন্য বেশ কার্যকর হবে। তাছাড়া আসন্ন মৌসুমে ফের প্রিমিয়ার লিগ খেলার সুযোগ রয়েছে শেফিল্ডের।

ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল