
ভারতের মাটিতে তাদেরকে হারাতে না পারলেও রুখে দিয়ে ফিরেছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে ড্র করে দেশে ফিরেছে জাভিয়ের কাবরেরার শিষ্যরা। আলোচিত ওই ম্যাচে অভিষেক ঘটেছে প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর। ফুটবলে নতুন দিগন্তের সূচনা করানো হামজা চৌধুরী ফিরে যাচ্ছেন আজ।
গত ১৭ মার্চ দেশে পা রাখার পর থেকে যে উৎসবমুখর আমেজ নেমেছিল দেশের ক্রীড়াপ্রেমিদের মনে। তবে আজ তার ইতি ঘটবে। কারণ আজ ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। তাতে করে তার ১০ দিনের বাংলাদেশ সফর শেষ হবে।

ভারতের মাটিতে দুর্দান্ত খেলেছেন হামজা
আগামী ১০ জুন সিংগাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলবে বাংলাদেশ। ওই হোম ম্যাচ খেলতে আবারও ঢাকায় আসবেন এই তারকা ফুটবলার। আজ তিনি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন।
আরও পড়ুন:
» আইপিএলে হায়দরাবাদ-লখনৌ ম্যাচসহ আজকের খেলা (২৭ মার্চ ২৫)
» ড্র করলেও বাংলাদেশের লক্ষ্য এশিয়ান কাপ খেলা
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে গতকাল সকালেই শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে ঢাকার বিমানে চড়ে বাংলাদেশ দল। বিকালে ঢাকা পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।
এ সময় দলের সঙ্গে ফিরেছেন হামজা চৌধুরীও। যদিও শুধু এক রাতের জন্য। আজই হামজা ফিরবেন নিজ ডেরায়। আর বাকিরা যে যার যার ক্লাবে যোগ দিবেন অথবা চলে যাবেন ঈদের ছুটিতে।

বাংলাদেশ দলের মধ্যমণি এখন হামজা চৌধুরী
আগামী ২৮ মার্চ রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ আছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে শেফিল্ড। পয়েন্ট শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে শেফিল্ড।
এদিকে হামজা চৌধুরী আসার পর থেকে ফেসবুকে বেশ সরব ছিল শেফিল্ড। হামজাকে নিয়ে তো পোস্ট দিয়েছেই, সেই সঙ্গে তারা বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের শুভেচ্ছা জানাতেও ভুল করেনি।
ক্রিফোস্পোর্টস/২৭মার্চ২৫/এজে
