Connect with us
ফুটবল

ইংলিশ ক্লাব শেফিল্ডে সর্বোচ্চ বেতন হামজার, কত কোটি?

Hamza Choudhury_Sheffield United 2025
শেফিল্ডের জার্সিতে হামজা চৌধুরি। ছবি- সংগৃহীত

এবারের শীতকালীন দলবদলের মৌসুমে প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে লোনে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের দ্বিতীয় সারির ক্লাবটির হয়ে এখন সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা। এমনটাই দাবি করেছে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল।

গত মাসের শেষদিকে লেস্টার সিটি থেকে হামজাকে লোনে ভেড়ায় শেফিল্ড। ক্লাবটির সঙ্গে চলতি মৌসুম পর্যন্তই চুক্তি হয়েছে হামজার। তাকে দলে ভেড়াতে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে ক্লাবটিকে। গোল বলছে, চুক্তি অনুযায়ী শেফিল্ড ইউনাইটেডে থেকে মৌসুমে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন হামজা। যা টাকার হিসেবে যা প্রায় ৪০ কোটি টাকা।

যদিও হামজা খেলবেন চলতি মৌসুমের শেষ অর্থাৎ জুন পর্যন্ত। এ সময়ে প্রায় ১৩ লাখ পাউন্ড বা তার কিছু কম বেতন পাবেন এই তারকা। তবে এই বাংলাদেশি মিডফিল্ডারকে স্থায়ীভাবে রেখে দিতে নতুন চুক্তি করতেও আগ্রহী ক্লাবটি।

আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স লিগ : শেষ ষোলোর ড্র শেষে কে কার প্রতিপক্ষ?

» চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে যেতে বাংলাদেশের সামনে যে সমীকরণ 

গত ১ ফেব্রুয়ারি ডার্বির বিপক্ষে ম্যাচ দিয়ে শেফিল্ডের জার্সিতে অভিষেক হয় হামজার। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এবং পারফরম্যান্সও করেছেন দুর্দান্ত। তাছাড়া জয়ও পেয়েছেন সবগুলো ম্যাচেই।

শেফিল্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পান রব হোল্ডিং। ২৯ বছর বয়সী এই ইংলিশ ডিফেন্ডার এবারের শীতকালীন দলবদলের মৌসুমে লোনে ক্রিস্টাল প্যালেস থেকে শেফিল্ডে যোগ দিয়েছেন। তিনি বার্ষিক ২৩ লাখ ৪০ হাজার পাউন্ড বা প্রায় ৩৬ কোটি টাকার মতো বেতন পান।

চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুইয়ে অবস্থান করছে শেফিল্ড। ৩৩ ম্যাচে ২২ জয় ৬ ড্র ও ৫ হারে ৭০ পয়েন্ট ক্লাবটির। মৌসুম শেষে শীর্ষ দুইয়ে থাকতে পারলেই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে উন্নীত হবে ক্লাবটি। সবশেষ ২০২৩/২৪ মৌসুমে প্রিমিয়ার লিগ খেলেছিল শেফিল্ড।

ক্রিফোস্পোর্টস/২১ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল