Connect with us
ফুটবল

হামজার লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নে অগ্রগতি

হামজা চৌধুরি। ছবি- সংগৃহীত

বেশ কিছুদিন আগেই বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশের বংশোদ্ভূত প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। তারপর থেকেই তাকে দলে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই লক্ষ্যে গতকাল বুধবার ইংল্যান্ডের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন হামজা।

হামজার পাসপোর্ট আবেদনের বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, ‘হামজা চৌধুরির মা আমাদের জানিয়েছেন যে আজ পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। হামজার পাসপোর্ট পেতে বাফুফের পক্ষ থেকে তার পরিবার ও বাংলাদেশের লন্ডন দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় সহায়তা করা হবে।’

প্রায় দুই সপ্তাহ আগে পাসপোর্ট আবেদন করতে লন্ডনের বাংলাদেশ দূতাবাসে হামজা ও তার মা গিয়েছিলেন। সে সময় বিড়ম্বনার শিকার হয়ে কাজ অসম্পন্ন রেখেই ফিরে আসার কথা জানায় এই ফুটবলার। বিষয়টি বাফুফে অবহিত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইংল্যান্ডের দূতাবাসে যোগাযোগ করেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

বাফুফের এই সহ-সভাপতি জাতীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য। এছাড়া পাসপোর্ট করতে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। তাই এর আগে বাফুফে হামজার জন্ম নিবন্ধন প্রক্রিয়াতেও সহায়তা করেছিল। এবার পাসপোর্ট ইস্যুতে বাফুফে যোগাযোগ করার পরপরই হামজার পরিবারের সঙ্গে ইংল্যান্ড দূতাবাস আলোচনা করে।

এদিকে ব্যক্তিগত সফরে তুরস্কে যাওয়ায় বেশ কিছুদিন পাসপোর্ট এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি হামজা। তবে এবার ইংল্যান্ড ফিরে বাংলাদেশ দূতাবাসে গেলে সম্পূর্ণ বিন্যাস চিত্র দেখতে পান তিনি। হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়েছে হামজাকে। এমন পরিবেশ করে দিতে পেরে তৃপ্ত বাফুফেও, ‘হাইকমিশন ও হামজার পরিবার দুই পক্ষই বেশ সৌহাদ্যপূর্ণ ও সুন্দর পরিবেশে আজ কাজ সম্পন্ন করেছে।’

তবে বাংলাদেশের পাসপোর্ট হওয়ার পরই জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারবেন না হামজা। তার আগে রয়েছে আরও কিছু আনুষ্ঠানিকতা ও শর্ত। হামজা ইংল্যান্ড যুবদলের হয়ে খেলায় বাফুফেকে ইংল্যান্ডের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে। এরপর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে সবুজ সংকেত মিললেই হামজা চৌধুরি খেলতে পারবেন বাংলাদেশের হয়ে।

চলতি জুন মাসে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ হওয়ার পর লম্বা সময় নেই কোন আন্তর্জাতিক খেলা। এরপর সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফের মাঠে নামবে জামাল ভূইয়ার দল। বাফুফে চেষ্টা করছে সেপ্টেম্বরের উইন্ডোতেই যেন বাংলাদেশের জার্সিতে মাঠ মাতাতে পারেন হামজা চৌধুরি।

আরও পড়ুন: ভারত-আয়ারল্যান্ড : একটি ম্যাচের জন্য ১৫ বছরের অপেক্ষা!

ক্রিফোস্পোর্টস/৬জুন২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল