Connect with us
ক্রিকেট

বিসিবির চাকরি ছেড়ে হান্নানের নতুন অধ্যায়ের সূচনা

Hannan Sarkar
হান্নান সরকার। ছবি- সংগৃহীত

বেশ আচমকাই চলতি মাসের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান সরকার। বিসিবিতে বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিন নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন হান্নান। এবার নিজের নতুন অন্যায়ের সূচনা করতে যাচ্ছেন দেশের এই সাবেক ক্রিকেটার।

বিসিবির দায়িত্ব ছাড়ার সময় তিনি বলেছিলেন কোচিং ক্যারিয়ারে নিজের আগ্রহের কথা। এবার সেই পথেই হাঁটছেন হান্নান। ঘরোয়া ক্রিকেট লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। আজ শুক্রবার (৭ জানুয়ারি) দেশের এক সংবাদ মাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মার্চ থেকে শুরু হতে যাওয়া আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে নিজের কোচিং অধ্যায় শুরু করবেন হান্নান। এর আগে ২০১০ ও ২০১১ সালে তিনি বিসিবি থেকে লেভেল-১ এবং লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেন। এবার আবাহনীতে তার সঙ্গে সহকারী কোচ হিসেবে কাজ করবেন তারেক আজিজ খান।

আরও পড়ুন:

» বিশাল জয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা

» বিপিএলকে যে কারণে হুশিয়ার করল ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন

এর আগে পদত্যাগ করে হান্নান বলেছিলেন, ‘এই আলোচনাটা গত তিন মাস ধরে চলছিল বিসিবির সঙ্গে। এটা আমার একদিন বা দুই দিনের সিদ্ধান্ত না। এটা তিন মাস যাবৎ বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। সবমিলিয়ে সামনে যেহেতু ডিপিএল আছে এখনই সঠিক সময় ছাড়ার। ডিপিএল দিয়ে শুরু করব কোচিং ক্যারিয়ার, সামনে বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল।’

নির্বাচকের পদটি বেশ সম্মানজনক হলেও আর্থিক ভাবে নিশ্চয়তা দিতে পারে না বলেও জানান হান্নান। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগের কারণে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এর চেয়ে কোচিং ক্যারিয়ার বেছে নিতে চান জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। তাই বিসিবির চাকরি ছেড়ে নতুন অধ্যায়ে মনোযোগী হতে চান তিনি।

ক্রিফোস্পোর্টস/৭ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট