Connect with us
ক্রিকেট

বিদায় বেলায় হান্নান বললেন ‘সাকিব একজনই’

Hannan Sarker talk about Shakib
সাকিবকে নিয়ে কথা বললেন হান্নান সরকার। ছবি- ফেসবুক

আগেই বিসিবির নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে রেখেছিলেন হান্নান সরকার। গতকাল ক্রিকেট বোর্ডে নিজের শেষ কর্মদিবস অতিবাহিত করেছেন তিনি। আর বিদায় বেলায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে শেয়ার করেছেন নিজের গল্প। বলেছেন সাকিব একজনই।

দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা এই ক্রীড়া ব্যক্তি মনে করেন সাকিব আল হাসানের মত ক্রিকেটার সহজে তুলে আনা যায় না। গতকাল রাতে নিজের এক ফেসবুক পোস্টে ভিডিও শেয়ার করে এমন নানা কথা জানিয়েছেন হান্নান সরকার। যেখানে তিনি তুলে ধরেছেন নিজের নির্বাচক জীবনের প্রাপ্তি ও প্রাপ্তির কথাও।

সাকিব জুড়ে আছেন হান্নানের প্রাপ্তির সঙ্গে। তিনি বলছিলেন, ‘সাকিবের সাথে হয়তো কখনো এক দলে বা একসাথে খেলা হয়নি। ও যখন শুরু করেছে আমার তখন শেষের দিকে ছিল। এক সাথে কাজ করার সুযোগ হয়নি। তবে জাতীয় দলের নির্বাচক হিসেবে তার সাথে গেল এক বছর কাজ করার সুযোগ হয়েছিল। বিদায়ের সময় সাকিবের সাথে সম্পর্কটা একটা প্রাপ্তি বলতে পারি।’

আরও পড়ুন:

» বাংলাদেশ আজ যেভাবে পেতে পারে বাড়তি ৩ কোটি টাকা

» তামিম-আশরাফুলদের বিপক্ষে খেলতে যাচ্ছেন সাকিব

সাকিবের মত ক্রিকেটার একজনই উল্লেখ করে তিনি বলেন, ‘মন চাইলেই বলতে পারি না যে, আমাদের আরেকজন সাকিব আল হাসান তৈরি হবে। এখনো পর্যন্ত আমি বয়স ভিত্তিক দলে কাজ করেছি ৮ বছর। ন্যাশনাল টিমের সিলেক্টর ছিলাম এক বছর। সাকিব সহজে তৈরি হয় না। সাকিব আল হাসান একজনই।’

নিজের সেই ভিডিওতে হান্নান বলেছেন, সাকিব বিশ্ব ক্রিকেটে রাজত্ব করা একজন ক্রিকেটার। হান্নান আরও একবার নিজের নির্বাচক ক্যারিয়ারে অপ্রাপ্তির কথা জানাতে গিয়ে বলেছেন, মাঠ থেকে সাকিবকে বিদায় দিতে না পারার কথা। সাকিবের অবসর বিষয়ে গোছালো পরিকল্পনা আগাচ্ছিল বলেও জানান তিনি।

ক্রিফোস্পোর্টস/১মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট