Connect with us
ক্রিকেট

পদ ছাড়লেন হান্নান সরকার, জানা গেল কারণ!

Hanna sarkar
এক বছরের মাথায় বিসিবির নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার

একাদশ বিপিএলের আসরের মাঝেই এলো এক পদত্যাগের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির নির্বাচক পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। কোচিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার কারণে নির্বাচকের পদে আর থাকছেন না তিনি। 

বিসিবির বয়সভিত্তিক দলের সঙ্গে ভালো কাজ করার পুরস্কারস্বরূপ ২০২৪ জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হয়েছিলেন হান্নান সরকার। গাজী আশরাফ হোসেন লিপুর কমিটিতে দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয় তাকে। কিন্তু বছর না ঘুরতেই নির্বাচকের পদ ছাড়লেন হান্নান।

গতকাল শনিবার বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র দিয়েছেন সাবেক এই ব্যাটার। জানা গেছে, এক মাসের নোটিশে পদত্যাগপত্র দিয়েছেন তিনি। হান্নান সরকার নিজেও বিসিবির চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


আরও পড়ুন:

» আর এক ম্যাচ হারলেই বিপিএল থেকে ছিটকে যাবে রংপুর

» আর্জেন্টিনার সুবাদে হেরেও ফাইনাল রাউন্ডে ব্রাজিল


মূলত কোচিংয়ে ক্যারিয়ার গড়তেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ১৭ টেস্ট আর ২০ ওয়ানডে খেলা এ ব্যাটার। যদিও পরবর্তী সময়ে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে বিসিবির চাকরিতে যোগ দেন হান্নান।

বিসিবি সূত্রে জানা গেছে, ২০২৬ সাল পর্যন্ত চুক্তি ছিল হান্নানের। ১ লাখ ২৫ হাজার টাকা বেতনে নিয়োগ পেয়েছিলেন তিনি। প্রথম থেকেই এই বেতন আকর্ষণীয় মনে হয়নি তার কাছে। নির্বাচক প্যানেল থেকে বাদ পড়ে গেলে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ার আশঙ্কায় নির্বাচকের চাকরি ছাড়তে চান।

নির্বাচকের চাকরি ছাড়ার পেছনে হান্নানের যুক্তি হলো, আমি বিশ্বাস করি, নির্বাচকের পদটি খুবই সম্মানজনক। কিন্তু বাস্তবতা হলো আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো না। প্রথমত বেতন কম, দ্বিতীয়ত চুক্তিভিত্তিক নিয়োগ। এ ধরনের চাকরিতে বেতন বেশি হলে ঠিক ছিল। দুই বা তিন মেয়াদে চাকরি করলে সঞ্চয় থাকত। এখন দিন এনে দিন খাওয়ার মতো। এরচেয়ে কোচিং করালে ভবিষ্যৎ আছে। মোহাম্মদ সালাউদ্দিন ভাই আমাদের পথপ্রদর্শক। আশা করি, তিনি জাতীয় দলের প্রধান কোচ হবেন।

ক্রিফোস্পোর্টস/২ফেব্রুয়ারি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট