জাভি হার্নান্দেজকে আগামী মৌসুমেও বার্সার ডাগআউটে রাখার সিদ্ধান্ত নেওয়ার পর হুট করেই গত শুক্রবার তাকে দায়িত্ব থেকে সড়িয়ে দেয় বার্সেলোনা। আর এরপর থেকেই জোড় গুঞ্জন ওঠে বায়ার্ন মিউনিখ ও জার্মানীর সাবেক কোচ হ্যান্সি ফ্লিককে ঘিরে। অবশেষে সব ধারণাকে সত্যি প্রমাণ করে আনুষ্ঠানিকভাবে ফ্লিককেই দলের কোচ হিসেবে নিয়োগ করলো কাতালান জায়ান্টরা।
আজ বুধবার (২৯ মে) এক আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই জার্মান কোচের কাঁধে দলের দায়িত্ব তুলে দিয়েছে বার্সেলোনা। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বার্সা নিশ্চিত করেছে, ফ্লিকের সঙ্গে কাতালানদের ২০২৬ সাল পর্যন্ত চুক্তি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, চলতি মৌসুমের মাঝামাঝি সময়েই জাভি ঘোষণা দেয় মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন তিনি। কিন্তু মৌসুমের শেষ দিকে এসে বার্সা কর্তৃপক্ষ তাকে অনুরোধ করায় তিনি শেষ পর্যন্ত ব্লাউগ্রানাদের ডেরায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর ঠিক কিছু দিন পরই হঠাৎ জাভিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় বার্সা।
গুঞ্জন আছে, জাভি কোচ থাকা অবস্থায়ই ফ্লিকের সাথে মৌখিক চুক্তি সেরে রেখেছিল কাতালান জায়ান্টরা। আর বার্সা সভাপতি অনেক আগে থেকেই এই জার্মান কোচের বড় একজন ভক্ত। তাই সবকিছু আগেই ঠিকঠাক করার পরই সম্ভবত জাভিকে বিদায় জানিয়েছে তারা।
গণমাধ্যম থেকে জানা যায়, ফ্লিক বার্সেলোনায় আসেন ২৮ মে। তার একদিন পরই তারা আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা দিল। এর আগে বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানোর পর ২০২১ সালে জার্মানি জাতীয় দলের দায়িত্ব নেন ফ্লিক। কিন্তু ব্যর্থতার দায়ে বরখাস্ত হয়ে লম্বা সময় কোচিং থেকে দূরে থাকার পর অবশেষে বার্সার কোচ হয়ে ডাগআউটে ফিরছেন এই জার্মান মাস্টারমাইন্ড।
গত শুক্রবার (২৪ মে) বার্সার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে বরখাস্ত করে ফুটবল ক্লাব বার্সেলোনা। জানা যায়, শুক্রবার সভাপতি হুয়ান লাপোর্তের আদেশে একটি সভায় একত্রিত হন ক্লাব সহ-সভাপতি রায়া যুস্তে, স্পোর্টিং ডিরেক্টর ডেকো, জাভি ও প্রেসিডেন্ট লাপোর্তে। সেখানেই আলোচনার প্রেক্ষিতে জাভিকে বিদায় জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক যারা
ক্রিফোস্পোর্টস/২৯মে২৪/এমএস/বিটি