Connect with us
ফুটবল

৬৩তম হ্যাট্রিক করে সৌদিতে নিজেকে সুখী দাবি করলেন রোনালদো

ronaldo
সৌদ ক্লাব আল ফাতেহ-এর বিপক্ষে নিজের ৬৩তম হ্যাটট্রিকের পরে রোনালদোর উদযাপন। ছবি- গোল

‘সৌদি আরবে সুখে নেই রোনালদো’ এমন গুজব উড়িয়ে সৌদিতে নিজেকে সবথেকে সুখী মানুষ দাবী করলেন রোনালদো। ক্যারিয়ারে ৬৩তম হ্যাট্রিক পূরণ করে দেশটির গণমাধ্যমে তিনি এই কথা বলেন।

সৌদি প্রো লিগে এবারের মৌসুমে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছিল আল নাসর। অবশেষে ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানের হাত ধরে দলটি জয়ের দেখা পেল।

আল ফাতেহ-এর বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক ফরোয়ার্ড। সঙ্গে এক গোলে সহায়তা দিয়েছেন। তার নতুন সঙ্গী সাদিও মানে করেছেন জোড়া গোল। আল নাসর পেয়েছে ৫-০ গোলের বড় জয়।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো সৌদি স্পোর্টস চ্যানেলকে  বলেন, ‘সৌদি আরবে আমার সুখের কোনো সীমা নেই।
আমার অগাধ বিশ্বাস, সৌদি লিগ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগ হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। এই কথা আমি গত বছরই বলেছিলাম। অসাধারণ সব প্রতিভা এই লিগের প্রতি আকৃষ্ট হচ্ছে, এর সাক্ষী হওয়া দারুণ ব্যাপার।’

উল্লেখ্য যে, আল ফাতেহের বিপক্ষে ম্যাচের ৩৮, ৫৫ ও যোগ করা সময়ে গোল তিনটি করেন রোনালদো। এটি রোনালদোর ক্যারিয়ারে ৬৩তম হ্যাটট্রিক। বড় জয়ের পরও সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় ১০ নম্বরে রয়েছে আল নাসর। ৩ ম্যাচে ৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে করিম বেনজেমার আল ইত্তিহাদ।

আরও পড়ুন : চুমু-কাণ্ড: পদত্যাগ না করলে আর খেলবেন না বিশ্বকাপজয়ী ফুটবলাররা

ক্রিফোস্পোর্টস/২৬আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল