Connect with us
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন হরভজন

Harbhajan puts Bangladesh ahead against Pakistan
হরভজনের বিশ্বাস পাকিস্তানকে হারিয়ে দেবে বাংলাদেশ। ছবি- সংগৃহীত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিদায় ঘণ্টা বেজে গেছে বাংলাদেশের। প্রথম ম্যাচে ভারত এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে এক ম্যাচ হাতে রেখেই ছিটকে গেছে নাজমুল হোসেন শান্তর দল। এবার টাইগারদের সামনে নিয়মরক্ষার ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়া আগে শিরোপা জয়ের বড় স্বপ্ন দেখিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে বড় স্বপ্ন নিয়ে খেলতে গিয়ে অনেক বেশি হতাশ করেছেন শান্তরা। প্রথম দুই ম্যাচে হতশ্রী ব্যাটিংয়ের কারণে বাজেভাবে হেরেছে টাইগাররা।

বাংলাদেশের এমন পারফরম্যান্সে দেশে ও দেশের বাইরে সমালোচনার ঝড় বইছে। সমর্থক থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেট বিশ্লেষকরা শান্তদের সমালোচনা করছেন। তবে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং বাংলাদেশ দলের প্রতি আস্থা রাখছেন। হারের মধ্য দিয়েও বাংলাদেশের আরও শেখার এবং উন্নতির সুযোগ দেখছেন এই সাবেক।

আরও পড়ুন:

» ‘বিশেষ’ সম্মাননা পদক পাচ্ছেন তামিম ইকবাল

» দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান! 

বাংলাদেশের প্রশংসা করে গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন খারাপ দল না। গত কয়েক বছরে তারা বেশ উন্নতি করেছে। তারা অনেক কিছু শিখেছে। সামনে আরও যত বেশি খেলবে, তত শিখবে। তাদের জন্য শুভকামনা রইল।’

শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। স্বাগতিক দলটিও প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে বাজেভাবে হেরেছে। তবে শেষ ম্যাচে জয়ের জন্য টাইগারদের ফেবারিট মনে করেন এই সাবেক স্পিনার, ‘আমার মনে হয় পাকিস্তানকে হারিয়ে দেবে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ একটি লড়াকু দল। তারা আর ঐ দল নেই যাদের বিপক্ষে প্রতিপক্ষ সহজে জিতে যাবে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হলেও শেষ ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে চায় বাংলাদেশ। আগামী ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের মুখোমুখি হবে শান্তরা। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিফোস্পোর্টস/২৫ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট