শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে খেলা চতুর্থ ম্যাচে অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে মাঝপথেই শেষ হয়ে গেলো হার্দিকের বিশ্বকাপ যাত্রা।
গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে এই চোট পান হার্দিক। বোলিং এর সময় ফিরতি বল পা দিয়ে আটকানোর চেষ্টা করলে এই ঘটনা ঘটে। প্রথমদিকে চোট বেশি গুরুতর মনে না হলেও বাস্তবে তা ভিন্ন চিত্র প্রকাশ করছে। এতে করে তার বদলি হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন পেসার প্রসিধ কৃষ্ণা।
চোট পাওয়ার পর স্ক্যান করলে পরবর্তী দুই ম্যাচের জন্য তাকে দল থেকে বাদ দেওয়ার কথা বলা হয়। তখন বলা হয়েছিল পান্ডিয়ার চোট কেবল পা মচকানো। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরতে পারেন তিনি। তাই নতুন কোন খেলোয়াড় বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা না থাকার কথা ও জানিয়েছিলেন এক বিসিসিআই কর্মকর্তা।
তবে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে এবং পরবর্তীতে শ্রীলংকার বিপক্ষেও ম্যাচেও খেলা হয়নি হার্দিক পান্ডিয়ার। আর শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকেই ছিটকে গেলেন এই ভারতীয় অলরাউন্ডার।
পান্ডিয়ার বদলি হিসেবে দলে সুযোগ পাওয়া প্রসিধের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নেই। এর আগে খেলা ১৭টি ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ২৯টি। বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া সিরিজেও খেলেছিলেন তিনি।
আরও পড়ুন: জানা গেল সাকিবের ব্যাটে স্টিকার না থাকার কারণ
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৩/এফএস/এজে