গুজরাট টাইটান্স থেকে দুই মৌসুম পর হার্দিক পান্ডিয়া যে ফের মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরতে যাচ্ছেন এমন খবর আগেই জানা গিয়েছিল। শুধু আনুষ্ঠানিকতাটা বাকি ছিল। যদিও গত ২৬ নভেম্বর গুজরাটের জমা করা ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় হার্দিকের নাম দেখে অনেকেই অবাক হয়েছিলেন যে, হার্দিক কি তাহলে গুজরাটেই থেকে যাচ্ছেন! পরে অবশ্য ২৬ নভেম্বর রাতেই ‘ঘরের ছেলেকে ঘরে’ ফেরানোর বার্তা আনুষ্ঠানিকভাবে জানায় মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ।
আগামী ১৯ ডিসেম্বর আসন্ন আইপিএল উপলক্ষে এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে দুবাইতে। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর তাদের ধরে রাখা এবং নিলামে তোলা ক্রিকেটারদের তালিকা আইপিএল কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার শেষ তারিখ ছিল গত ২৬ নভেম্বর। ২৬ তারিখে দলগুলো ক্রিকেটারদের নাম জমাও দেয় তবে দেখা যায় হার্দিক পান্ডিয়া তখনও গুজরাটের প্লেয়ার তালিকাতেই আছেন।
তালিকা জমা করার পরও ট্রেডিংয়ের মাধ্যমে আগামী ১২ ডিসেম্বরের মধ্যে এক দলের থেকে অন্য দল সরাসরি প্লেয়ার কিনতে পারবে। সেই সুযোগেই ২৬ নভেম্বর রাতেই হার্দিককে মুম্বাইয়ে ভিঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
গত রাতে এক ভিডিও বার্তায় হার্দিক জানান, ‘আমি ফিরে এসেছি। রোহিত, সূর্য, ঈশান, বুমরা, মালিঙ্গা, পোলার্ড চলো আবার শুরু করা যাক। বেশ কিছু কারণে মুম্বাইয়ে ফিরে আসতে পারার অনুভূতি আমার কাছে বিশেষ কিছু। ২০১৩ সালে প্রথম মুম্বাই ইন্ডিয়ান্সের নজরে পরার পর ২০১৫ সাল থেকে তাদের সঙ্গে আমি যাত্রা শুরু করি। পেছন ফিরে তাকালে গত ১০ টি বছরের অনুভূতি আমার কাছে বিশেষ। তাদের প্রতি আমার এখনও সেই আগের অনুভূতিটাই কাজ করে। যেখান থেকে আমি ক্রিকেটের যাত্রা শুরু করেছিলাম আবার ঠিক সেখানেই ফিরলাম যেন। এই দলের হয়ে যা যা অর্জন করা সম্ভব তার সবই অর্জন করেছি। মুম্বাই আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ।’
দীর্ঘদিন ধরে একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলায় দলটির সাথে বেশ সখ্যতা বনে গেছে হার্দিকের। এমনকি ফ্র্যাঞ্চাইজির মালিক আম্বানি পরিবারের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে। দলটিকে নিজের পরিবার হিসেবে মনে করে এই ভারতীয় অলরাউন্ডার।
তিনি জানান, ‘আকাশ এবং তার পরিবারের সাথে আমার যে সম্পর্ক তা বিশেষ কিছু আমার জন্য। সব রকম পরিস্থিতিতে তাদের আমি পাশে পেয়েছি। মুম্বাইয়ে ফিরে আসা আমার জন্য আবেগপ্রবণ, মনে হচ্ছে আমি আমার বাড়িতে ফিরে এসেছি।’
‘শুরু থেকেই আপনাদের পাওয়া সমর্থনে আমি উচ্ছ্বসিত। আমার বিশ্বাস ছিল যে আপনারা আমাকে আবার ফেরাবেন। এর আগে আমরা একসাথে মিলে ইতিহাস গড়েছি, সামনেও কিছু চমৎকার মুহুর্ত উপহার দিতে আমরা উদগ্রীব। আমাকে স্বাগতম জানানোর জন্য আপনাদের ধন্যবাদ’ – যোগ করেন হার্দিক।
আরও পড়ুন: ৩০০ পেরিয়ে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৩/এমএস/এমটি