ভারতীয় প্রিমিয়ার লিগ আইপিএলের আগামী আসরকে সামনে রেখে কিছুদিন আগেই নেতৃত্বে পরিবর্তন এনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের অনেকগুলো আসরে দলটিকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মার পরিবর্তে এবার নেতৃত্ব দেবেন তারই জাতীয় দলের সতীর্থ হার্দিক পান্ডিয়া। তবে দায়িত্ব পেয়েও মুম্বাইয়ের হয়ে অধিনায়কত্ব করা হচ্ছে না হার্দিক পান্ডিয়ার!
ইনজুরির কারনে ২০২৪ আইপিএল থেকে ছিটকে যেতে পারেন হার্দিক। ফলে আসন্ন আসরে হার্দিকের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা খুব কম । ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানায়, অ্যাঙ্কলের চোটের কারণে আসন্ন আইপিএল থেকে ছিটকে যেতে পারেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে চোটে পড়েন এই অলরাউন্ডার। সম্ভাবনা ছিল এবারের আইপিএলের আগেই সেরে উঠবেন তিনি। তবে তা নিয়ে সংশয় তৈরি হওয়ায় তার ফেরার সম্ভাবনা খুবই কম।
গত দুই আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেন হার্দিক। সেখানে এক আসরে চ্যাম্পিয়ন এবং অন্য একটি আসরে রানার্সআপ হয়েছিল তার দল। গত ক’দিন আগেই নানা নাটকীয়তার পর পুনরায় মুম্বাইয়ে ফিরেছেন এই অলরাউন্ডার। ফেরায় কয়েকদিন পরই রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় তার কাধে।
টানা দশ বছর ধরে মুম্বাইয়ের দলপতি ছিলেন রোহিত শর্মা। এই দশ বছরের মধ্যে পাঁচ বারই ফ্র্যাঞ্চাইজিটিকে শিরোপা জিতিয়েছেন এই ভারতীয় ওপেনার। গত দু’আসরে তার নেতৃত্বে দল ভালো না করায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন অধিনায়ক হিসেবে হার্দিককে দায়িত্ব দেয় ফ্রাঞ্চাইজিটি। তবে হার্দিক চোট থেকে না ফিরলে পুনরায় দায়িত্বে দেখা যেতে পারে বিধ্বংসী এই ওপেনারকে।
আরও পড়ুন: ‘টাইমড আউট’ থেকে রক্ষা পেতে প্যাড ছাড়াই মাঠে হারিস রউফ
ক্রিফোস্পোর্টস/২৩ডিসেম্বর২৩/এমটি